নাটোরে বাস-মাইক্রোর সংঘর্ষে নিহত ২

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ নভেম্বর ২০১৭, ১৪:৫৯

নাটোরের সিংড়ায় বাস এবং হাইয়েস মাইক্রোবাসের সংঘর্ষে এক শিশু ও মাইক্রোবাসচালক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় দুই পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অন্তত ছয়জন। আহতদের নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুরে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার আগপাড়া শেরকোল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাইক্রোবাসচালক বগুড়ার শিবগঞ্জ এলাকার চানমিয়ার ছেলে পিন্টু হোসেন এবং বগুড়ার গাবতলীর জাগলি এলাকার বাদল হোসেনের ছেলে দুই বছরের শিশু আরনাফ হোসেন আরাফ।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা বগুড়াগামী হৃদয় ট্রাভেলস (ঢাকা মেট্রো ব-১৪-৪৮৫১)-এর বাসের সঙ্গে বগুড়া থেকে রাজশাহীগামী হাইয়েস মাইক্রোবাসটির (ঢাকা মেট্রে চ-১৩-৪৯৭৬) সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি। ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক মারা যান।

পরে নাটোর ফায়ার সার্ভিস, সিংড়া থানা পুলিশ এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় অপর এক শিশুর মৃত্যু হয়।

আহত পুলিশ সদস্যরা হলেন- আরেফিন জাহান ও ফয়সাল হোসেন।

এদিকে নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল আলম জানান, আহত পুলিশ সদস্যরা রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ট্রেনিংয়ে যোগদানের জন্য যাচ্ছিলেন।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :