ফুলবাড়িয়ায় স্কুলে স্কুলে যাচ্ছে নতুন বই

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
 | প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০১৭, ২১:১২

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষকরা ২০১৮ সালের নতুন বই নিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

বুধবার সকাল হতে ফুলবাড়ীয়া পাইলট উচ্চ বিদ্যালয় ও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সংরক্ষিত মাধ্যমিক স্তরের ৬ষ্ঠ হতে ৯ম শ্রেণি পর্যন্ত শ্রেণির চাহিদা অনুযায়ী বই প্রতিষ্ঠানে দেয়া শুরু হয়।

উপজেলার ৭৫টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আগামী বছরের ১জানুয়ারি নতুন বই তুলে দেয়ার নিমিত্তে এসব বই পৌঁছানো হচ্ছে। নতুন বইয়ের গুডাউনে নতুন কাগজের গন্ধে শিক্ষকরা বিভোর। আর শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিতে নিজেদের বই কষে হিসাব মিলিয়ে নিতে দেখা গেছে, অনেকে স্কুলের নিকটবর্তী হতে অটোভ্যান, সিএনজি নিয়ে বই রিসিভ করছেন। বই বিতরণস্থল ঘুরে দেখা গেছে এমন চিত্র।

শিক্ষকরা অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমরা সরকারি নির্ধারিত দিনে সকল ছাত্র-ছাত্রীর হাতে পৌঁছে দিতে চাই।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহসিনা বেগম জানান, ২০১৮ সালের সম্ভাব্য চাহিদা অনুযায়ী উপজেলায় ৬ষ্ঠ হতে ৯ম শ্রেণি পর্যন্ত ৩১ হাজার ২৭৭ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ছাত্র ১৪ হাজার ৩৩৬ জন, আর ছাত্রী ১৬ হাজার ৯৪১জন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অফিসার নাছরিন আক্তার বলেন, শতভাগ বই না আসলেও প্রায় ৭০ ভাগ বই আমরা পেয়েছি। এগুলো প্রাথমিকভাবে প্রতিষ্ঠানের পরিবহন খরচে শিক্ষকরা নিচ্ছেন আমরা বরাদ্দকৃত চেক পাওয়া মাত্রই স্ব-স্ব প্রতিষ্ঠানে পরিবহন খরচ পৌঁছে দিব।

উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার বলেন, ১ জানুয়ারি সারাদেশে বই উৎসবের মাধ্যমে সকল শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে বই বিতরণ করা হবে। স্থানীয় সংসদ সদস্য মো. মোসলেম উদ্দিন অ্যাডভোকেট এ উৎসবের উদ্বোধন করবেন।

(ঢাকাটাইমস/৬ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :