সেরা তরুণ খেলোয়াড় এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জুলাই ২০১৮, ০০:০৪

ফ্রান্স চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে শেষ হলো ফিফা বিশ্বকাপের ২১তম আসর। রবিবার রাশিয়া বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ক্রোয়েয়িশাকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে ফরাসি। ফ্রান্সের শিরোপা জয়ে ১৯ বছর বয়সী ফুটবলার কাইলিয়ান এমবাপ্পের বড় অবদান রয়েছে। তিনি পেয়েছেন বেস্ট ইয়ং প্লেয়ারের পুরস্কার।

টুর্নামেন্টে তিনি চারটি গোল করেছেন। ফাইনাল ম্যাচেও তিনি একটি গোল করেছেন। ১৯৫৮ সালের বিশ্বকাপের ফাইনালে প্রথম টিনেজ খেলোয়াড় হিসাবে গোল করেছিলেন ব্রাজিল কিংবদন্তি পেলে। রবিবার দ্বিতীয় টিনেজার হিসাবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে গোল করেন কাইলিয়ামন এমবাপ্পে।

ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদরিচ এবারের বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন। দুইটি গোলের পাশাপাশি তার নামের পাশে একটি অ্যাসিস্ট রয়েছে। দারুণ পারফরম্যান্স করার পুরস্কারও পেয়েছন তিনি। তিনি পেয়েছেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার। অর্থাৎ, গোল্ডেন বল উঠেছে তার হাতে।

অন্যদিকে, বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়াও অসাধারণ খেলেছেন। তিনি টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন। অর্থাৎ, গোল্ডেন গ্লোভ পুরস্কার জিতেছেন তিনি। তার দল তৃতীয় অবস্থানে থেকে বিশ্বকাপ মিশন শেষ করেছে।

(ঢাকাটাইমস/১৬ জুলাই/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :