টিপিএর বর্ষপূর্তি উদযাপন

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ২২ নভেম্বর ২০১৮, ১৭:৫৫

টেলিভিশন প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন-টিপিএ তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ব টেলিভিশন দিবস উদযাপন করেছে। বিশ্ব সাহিত্য কেন্দ্রে বুধবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানের শুরুতে বেসরকারি টেলিভিশনসমূহে কর্মরত প্রযোজকদের সংগঠন টেলিভিশন প্রোডিউর্সাস অ্যাসোসিয়েশন-টিপিএর বিগত এক বছরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয় একটি ডকুমেন্টারি প্রেজেন্টেশনের মাধ্যমে।

অনুষ্ঠানে অতিথি ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব ম. হামিদ এবং খ. ম হারুন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী চপল, সহ-সভাপতি উষ্ণীশ চক্রবর্তী। অভিনয় শিল্পী সংঘের সাবেক সভাপতি, অভিনেতা শহীদুল আলম সাচ্চু, বাচসাসের সাংগঠনিক সম্পাদক সৈকত সালাউদ্দিন, ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশনের পক্ষে আলী হাসান রুপন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না ও টিপিএর সাধারণ সম্পাদক ইসরাফিল শাহীন।

সভাপতিত্ব করেন টিপিএর সভাপতি কামরুজ্জামান রঞ্জু।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের টেলিভিশন, তার বাস্তব অবস্থা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন।

গণমাধ্যম ব্যক্তিত্ব খ ম হারুন বিগত দিনে বিটিভির নানা কার্যক্রম ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

একই প্রসঙ্গে গণমাধ্যম ব্যক্তিত্ব ম হামিদ বলেন, প্রোডিউসাররা সকল কাজের পরিকল্পনা করতেন তবে তা একা নয়, একটা টিম বিল্ডিং করার মাধ্যমে। প্রোডিউসারদের নানা সীমাবদ্ধতা নিয়েও কথা বলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফুয়াদ।

দায়িত্ববোধ থেকে গনমাধ্যম শিল্পের উন্নয়নে ভূমিকা রাখতেই প্রযোজনাকর্মীরা গড়ে তুলেছে প্রোডিউসারস অ্যাসোসিয়েশন।

অনুষ্ঠানে বাংলাদেশের ৩৪টি টেলিভিশনে কর্মরত প্রযোজনা কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে প্রথম বর্ষপূর্তি কেক কাটেন অতিথি ম, হামিদ, শহীদুল আলম সাচ্চু ও অন্যান্য অতিথিবৃন্দ।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

সাংবাদিক ফরিদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ক্র্যাবের আল্টিমেটাম

সাংবাদিক নির্যাতন বন্ধ ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নতুন সভাপতি মুক্তাদির, সম্পাদক জাওহার

আরআরএফের সভাপতি মিজান, সম্পাদক নিশাত ও দপ্তর সম্পাদক মেহেদী

সাংবাদিক নেতা রমিজ খানের ইন্তেকাল, বিএফইউজের শোক

ঈদের ছুটি না পাওয়া গণমাধ্যমকর্মীদের যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার নতুন কমিটি গঠন

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

এই বিভাগের সব খবর

শিরোনাম :