মেক্সিকো সীমান্তে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১৩:২৪ | প্রকাশিত : ১১ জানুয়ারি ২০১৯, ১২:৩৮

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত এলাকার একটি শহরে ২১ জনের মৃতদেহ উদ্ধার করেছে মেক্সিকান পুলিশ। মাদক চোরাকারবারি দুই গ্রুপের সংঘর্ষে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকালে এই শহরে খুব কাছে যুক্তরাষ্ট্রের একটি সীমান্ত শহরে পরিদর্শনে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বার্তা সংস্থা এএফপির।

খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যর ম্যাকঅ্যালেন থেকে ২৭০ কিলোমিটার দূরে মেক্সিকোর সীমান্ত শহর মিগুয়েল এলিম্যানে গত বুধবার লাশগুলো পাওয়া যায়। বেশ কিছু মৃতদেহ পুরোপুরি পুড়িয়ে ফেলা হয়েছে। ম্যাকঅ্যালেন শহরেই গত বৃহস্পতিবার ট্রাম্প পরিদর্শনে যান।

মেক্সিকোর তামাউলিপাস প্রদেশের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র লুইস আলবার্তো রদ্রিগুয়েজ বলেন, ‘আমরা গত বুধবার দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষের খবর পাই। যেখানে ২১ জন নিহত হয়েছেন। এদের বেশ কয়েকজনের মৃতদেহ পুড়িয়ে ফেলা হয়েছে। ঘটনাস্থলে সাতটি গাড়ি ছিল। মাদক চোরাচালান রুটে আধিপত্য নিয়ে দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে এ ঘটনা ঘটেছে।’

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মেক্সিকান সেনাবাহিনী লাশগুলোর সন্ধান পায়।

সম্প্রতি মেক্সিকোর সবচেয়ে সহিংস প্রদেশ হয়ে উঠেছে তামাউলিপাস। মার্কিন সীমান্তে কৌশলগত অবস্থানের দখল নিয়ে প্রায়ই বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকোতে মাদক সংক্রান্ত অপরাধ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। সহিংস অপরাধ ও মাদক থেকে দূরে রাখতেই সীমান্তে প্রাচীর নির্মাণ করার কথা বার বার বলে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

২০০৬ সালে মেক্সিকো সরকার প্রভাবশালী মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে সেনা অভিযান শুরু করে। সেনাদের সঙ্গে মাদকারবারিদের লড়াইয়ে দুই লাখ মানুষ নিহত হয়েছে। ২০১৭ সালের রেকর্ডসংখ্যক ২৮ হাজার ৭১১ জন নিহত হয়।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মমতার

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি 

ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ১৩ রাজ্যের ৮৮ আসনে ভোটগ্রহণ শুক্রবার

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করতে চায় আর্জেন্টিনা, কিন্তু কেন?

স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দায়িত্বপালন থেকে বিরত থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী 

ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র

ইসরায়েল-ইরান সংঘাত: সিরিয়া কি নতুন যুদ্ধক্ষেত্র হবে?

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে জ্যামাইকা

পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কা সফরে ইরানের প্রেসিডেন্ট

বিরল সফরে ইরানে উত্তর কোরিয়ার প্রতিনিধিদল

এই বিভাগের সব খবর

শিরোনাম :