সানি লিওনের নামে অ্যাপ

বড় পর্দা থেকে স্মার্টফোনের পর্দায় আসছে চলেছেন সানি লিওন। ভক্তদের জন্য শিগগিরই চালু হচ্ছে এই অ্যাপ। একথা সানি লিওন নিজেই জানিয়েছেন। এক টুইট বার্তায় সানি লিওন এই খবর জানান।
সানি লিওন জানান, পাঁচ দিন পরেই নতুন অ্যাপ বাজারে আসবে। কিন্তু কী থাকবে সেই অ্যাপে? সানির ছবি? নাকি তাঁর স্টাইল ফান্ডা? নাকি সানির সিনেমা আর গান পাওয়া যাবে? নাকি একেবারে নতুন কিছু? নাহ সেটা খোলসা করেননি নায়িকা।
২০১৪ সালেও একবার নিজের অ্যাপ বাজারে এনেছিলেন সানি লিওন। সেই সময় অ্যাপ নিয়ে বিপুল উন্মাদনা তৈরি হয়েছিল সানি ফ্যানদের মধ্যে। মাত্র এক মাসে তিন লক্ষ মানুষ ডাউনলোড করেছিলেন। তার পর অবশ্য প্রযুক্তিগত কিছু ত্রুটির জন্য সেই অ্যাপ বন্ধ হয়ে যায়। সানির আশা, এ বারও একই রকম জনপ্রিয় হবে তাঁর অ্যাপ।
(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এজেড)

মন্তব্য করুন