ভৈরবে ক্যানসার সচেতনতায় হিমু পরিবহনের সাইকেল র‌্যালি

ভৈরব প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০০

সচেতনতা সৃষ্টির জন্য বিশ্ব ক্যানসার দিবসে সাইকেল শোভাযাত্রা করেছে নন্দিত লেখক হুমায়ূন আহমেদের ভক্তদের সংগঠন ‘হিমু পরিবহন’-এর ভৈরব শাখা।

আজ শনিবার সকাল সাড়ে নয়টায় ভৈরব থেকে মেন্দিপুর পর্যন্ত সাইকেল শোভাযাত্রাটি উদ্বোধন করেন ভৈরব পৌর মেয়র অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ। শোভাযাত্রায় অর্ধশতাধিক সাইকেল অংশ নেয়।

শোভাযাত্রাটি ভৈরববাজার টিনপট্টি থেকে শুরু হয়ে মেন্দিপুর যাওয়ার পথে সাইকেল আরোহীরা বিভিন্ন হাটবাজার, স্কুল-কলেজে ক্যানসারে রোগ সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণসহ জনগণকে পরামর্শ দেন।

এর আগে শোভাযাত্রা উদ্বোধন করে পৌর মেয়র অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ বলেন, ‘বিশ্বে সবচেয়ে ভয়াবহ রোগ ক্যানসার সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। তাহলে এই মরণব্যাধি থেকে আমরা মুক্তি পাব।’ ক্যানসার সচেতনতার লক্ষ্যে এই উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।

উদ্বোধনীতে আরো বক্তব্য দেন হিমু পরিবহন হেলপার সুজন বারী, মাহমুদা তমা, রায়হান দীপ প্রমুখ।

(ঢাকাটাইমস/৪ফেব্রুয়ারি/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :