সুন্দরগঞ্জে উপ-নির্বাচন: দুই জনের জরিমানা, আটক ৪

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ মার্চ ২০১৭, ১৮:২৯

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে অবৈধভাবে ভোট দিতে আসায় দুই কিশোরকে এক হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান। একই ঘটনায় অপর দুই কেন্দ্রে দুই জনকে আটক করেছে পুলিশ।

বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা গতিবেগে উপজেলার ১৫টি ইউনিয়নে ও পৌর সভার ১০৯টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলে।

সকালে চন্ডিপুর এফ হক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নৌকা প্রতীকে অবৈধভাবে ভোট দেয়ার চেষ্টাকালে সবুজ মিয়া ও আতোয়ার রহমান নামে দুই জনকে আটক করে পুলিশ। এছাড়া, চর-কাপাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একই প্রতীকে একই পন্থায় ভোট দেয়ার চেষ্টাকালে ১৬ বছর বয়সী নয়ন মিয়া ও রিন্টু মিয়া নামে দুই কিশোরকে ৫শ টাকা করে এক হাজার টাকা জরিমানা করা হয়।

এসব খবর নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কেন্দ্রে নিয়োজিত প্রিজাইডিং অফিসাররা।

গত বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ মাস্টার পাড়াস্থ নিজ বাসভবনে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। ফলে বুধবার ওই শূন্য আসনে উপ-নির্বাচন হয়।

(ঢাকাটাইমস/২২মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :