ভাইকে অপহরণের অভিযোগে বিএনপি নেতার নামে মামলা

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মার্চ ২০১৭, ২১:০১
অ- অ+

সম্পত্তি আত্মসাত করার জন্য আপন ভাইকে অপহরণের অভিযোগে ঝালকাঠি জেলা বিএনপির সাবেক জলবায়ু বিষয়ক সম্পদক কবির হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

নিখোঁজ ব্যক্তির ছেলে মো. এমরান হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার সকালে ঝালকাঠি জ্যেষ্ঠ বিচারিক আদালতে এ মামলা দায়ের করেন। এতে আসামি করা হয়েছে চাচা জেলা বিএনপি নেতা কবির হোসেন জোমাদ্দার, ফুপু বকুলী বেগম এবং ফুপা মো. গিয়াস বিশ্বাসকে।

ঝালকাঠি জ্যেষ্ঠ বিচারিক আদালতের বিচারক এইচএম কবির হোসেন মামামটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, গত ১৮ মার্চ ভোরে জেলার নলছিটি উপজেলায় গ্রামের বাড়িতে আসার সময় স্থানীয় তালতলা বাজার এলাকা থেকে আসামিরা বাদীর পিতা ব্যবসায়ী মো. আবুল হোসেন জোমাদ্দারকে অপহরণ করেন। এসময় তিনি চিৎকার করলে আসামিরা তার মুখ বেঁধে মাহেন্দ্রযোগে বরিশালের দিকে নিয়ে যান। যা মামলার সাক্ষীরা প্রত্যক্ষ করেন। পরে অনেক খোঁজা খুঁজি করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

সম্পত্তি আত্মসাত করার জন্য ব্যবসায়ী মো. আবুল হোসেন জোমাদ্দারকে অপহরণ করে হত্যা করা হতে পারে বলেও আশঙ্কা করছেন মামলার বাদী মো. এমরান হোসেন।

(ঢাকাটাইমস/২৩মার্চ/এসএমআর/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা