ময়মনসিংহে ধর্মপল্লী ও যাজক ভবন উদ্বোধন

ময়মনসিংহ ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ এপ্রিল ২০১৭, ১৫:১১

ময়মনসিংহে খ্রীষ্টান ধর্মাবলম্বীদের ধর্মপল্লী ও যাজক ভবন উদ্বোধন করা হয়েছে। শুক্রবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিশব পনেন পল কুবি সি,এম সি ধোবাউড়া উপজেলা সদরের ধাইরপাড়ায় ফলক উন্মোচন ও ফিতা কেটে ভবন দুটির উদ্বোধন করেন। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। খ্রীষ্টান ধর্মাবলম্বী আদিবাসীদের ১৯ টি গ্রাম কাউন্সিলের সমন্বয়ে এ নতুন ধর্মপল্লী ও যাজক ভবন নির্মাণ করা হচ্ছে।

ভালুকা পাড়া ধর্মপল্লীর ফাদার ফির্ডার রেমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যন এডুয়ার্ড নাফাক, ময়মনসিংহ ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার নিরেন নর্বার্টি ম্রং,ফাদার শিমন হাচ্ছা, ফাদার প্লিনচন মানখিন,স্থানীয় পুরোহিত ফাদার বিপিন নকরেক,একজিবিশন বনোয়ারী ও আফিন চিসিম প্রমুখ।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/প্রতিনিধি/এএইচ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :