আর্জেন্টিনার বিপক্ষে দর্শক নেইমার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ মে ২০১৭, ১৯:০৩| আপডেট : ২০ মে ২০১৭, ১৯:০৫
অ- অ+

আগামী মাসে চিরশত্রু আর্জেন্টিনার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ওই ম্যাচগুলোতে দলের তারকা ফুটবলার নেইমারকে পাচ্ছে না দলটি। কোনো ইনজুরি কিংবা চোট নয়, টানা খেলার কারণে বিশ্রাম নেয়া ফরজ হয়েছে বলে মনে করছেন ব্রাজিল কোচ তিতে।

‘কোপা আমেরিকার পর থেকে নেইমার টানা টুর্নামেন্ট খেলছে। ওর কিছুটা বিশ্রাম দরকার। আমি চাচ্ছি তাকে বসিয়ে মাঠে নামতে।’

কেবল নেইমারই নয় দলের বাইরে থাকবেন একাধিক তারকা ফুটবলারও। পেশিতে টান ধরায় স্কোয়াডের বাইরে রাখা হয়েছে ফিরমিনহোকে।

ব্রাজিল দলে নিয়মিত খেলা মারকুইনহো, মিরান্ডা, মার্সেলো আর দানি আলভেসকেও দলে নেননি তিনি। পরিবর্তে মোনাকোর সেন্টার ব্যাক জেমারসন, করিন্থিয়ান্স মিডফিল্ডার রডরিগুইনহো প্রথমবার দলে ডাক পেয়েছেন।

এছাড়া শাখতারের স্ট্রাইকার টাইসনকে দলে নেওয়াটাও ছিল চমক। ডেভিড লুইজকে আবার রক্ষণে ফেরানো হয়েছে। দু’মাস চোটের কারণে বাইরে থাকার পর ফিরেছেন গ্যাব্রিয়াল জেসুস।

উল্লেখ্য, ৯ জুন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

(ঢাকাটাইমস/২০মে/জেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
গণবিরোধিতার কারণে বিশেষ গোষ্ঠীকে দেশের মানুষ অনেক আগেই হলুদ কার্ড দেখিয়েছে: সেলিম উদ্দিন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা