রাজবাড়ীতে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মে ২০১৭, ১৯:৪৪
অ- অ+
ফাইল ছবি

রাজবাড়ীতে পুকুরের পানিতে ডুবে আনহা (১২) নামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর ১টার দিকে শহরের ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে। তার বাবার নাম বাবুল আক্তার। আনহা তার মায়ের সাথে ভবানীপুর এলাকায় নানা বাড়িতে থাকতো।

আনহার বান্ধবী লাবণী আক্তার জানায়, বেলা ১১টার দিকে তারা দুজন তার বাড়ির (লাবণীর) পাশে পুকুরে গোসল করতে নামে। লাবণী সাঁতার কাটতে কাটতে পুকুরের ওই পাড়ে গিয়ে পেছনে তাকিয়ে দেখে আনহা নেই। এ সময় সে তাকে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে আনহার নানা বাড়িতে গিয়ে খবর দেয়। পরে স্থানীয় লোকজন ওই পুকুর থেকে আনহাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

আনহার খালু সাংবাদিক হেলাল মাহমুদ জানান, আনহা সাঁতার জানতো না। বাড়ি থেকে আনুমানিক ৫০০ গজ দূরে একটি পুকুরে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে।

(ঢাকাটাইমস/২৯মে/প্রতিনিধি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অতিথি পাখিতে মুখরিত মানিকগঞ্জের গোপীনাথপুর বিল
পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দায় সরকার
তানজিদ তামিমের অর্ধশতকে ১৩৯ রানে থামল ঢাকা
শান্তি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই: জামায়াত আমীর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা