সিনহার ছবি দিয়ে ফেসবুক পেজ: মামলার নির্দেশ

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জুন ২০১৭, ১৮:০১
অ- অ+

ফেসবুকে ‘স্বাধীন বিচার বিভাগ’ নামে খোলা পেজের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছে বগুড়ার একটি আদালত। ওই পেজে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছবি ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য দেয়ার অভিযোগও আছে।

সোমবার বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আহসান হাবিব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা নিতে জেলার শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

মামলাটি বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা দিয়ে তদন্ত করে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) সদর দপ্তরে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, স্বাধীন বিচার বিভাগ নামে ফেসবুক গ্রুপের অ্যাডমিনসহ পোস্টে মিথ্যা অশ্লীল ও মানহানিকর তথ্য আদান-প্রদানকারী ব্যক্তিদের তদন্তপূর্বক চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

আদালতে উপস্থিত আইনজীবী আব্দুল মান্নান মণ্ডল জানান, বিচারক স্বপ্রণোদিত হয়ে মামলার আদেশ দিয়েছেন। এই আদেশ শিবগঞ্জ থানার ওসি বরাবর প্রেরণ করা প্রক্রিয়া চলছে।

ঢাকাটাইমস/০৫জুন/প্রতিনিধি/ডব্লিউবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইরান এবার ইসরায়েলের বিরুদ্ধে ‘শাস্তিমূলক অভিযান’ শুরু করতে যাচ্ছে
এক দিনের বয়কট শেষে আজ ঐকমত্য কমিশনের সংলাপে যাচ্ছে জামায়াত
ট্রাম্পের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনির
ভোরে তুমুল বৃষ্টির মধ্যে এবার ২০ জনকে পুশ ইন করল বিএসএফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা