তালায় স্ত্রীকে কুপিয়ে স্বামীর ‘আত্মহত্যা’

এম. বেলাল হোসাইন, সাতক্ষীরা
  প্রকাশিত : ১২ জুন ২০১৭, ১৩:৪৮| আপডেট : ১২ জুন ২০১৭, ১৪:২৮
অ- অ+
প্রতীকী ছবি

সাতক্ষীরার তালায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে কুপিয়ে জখম করে এক স্বামী আত্মহত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে। তার নাম আক্তার মোড়ল। আহত ইরানী বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার ঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।

ইরানীর ভাই ছকিল উদ্দীন গাজী জানান, রবিবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ইরানীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে আক্তার। পরে বাড়ির পাশে একটি আমগাছে আক্তার গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। আর ওই রাতেই আহত ইরানী বেগমকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে।

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহারুল ইসলাম জানান, রাত দুইটার দিকে ইরানীকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে।

(ঢাকাটাইমস/১২জুন/প্রতিনিধি/জেডএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা বিভাগের ৫৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা
ইলন মাস্ক 'আমেরিকা পার্টি' গঠনের ঘোষণা দিলেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ভাঙন
ভেষজ মহৌষধ আনারস কিডনির পাথর দূর করতে সিদ্ধহস্ত, ওজনও কমায় দ্রুত
খিলক্ষেতে কাভার্ডভ্যান চাপায় ২ পরিচ্ছন্নতা কর্মী নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা