রামপালে বালির গর্তে পড়ে শ্রমিকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জুন ২০১৭, ১১:০৫
অ- অ+
ফাইল ছবি

বাগেরহাটের রামপালে বালু উত্তোলনের সময় গর্তে পড়ে জাকির ঢালী নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার রাত সাড়ে দশটায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় সাত ঘণ্টা চেষ্টার পর জাকির ঢালীকে মৃত অবস্থায় উদ্ধার করে।

বিকালে রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের তেলিখালি গ্রামের লিয়াকত আলীর মৎস্য ঘেরে এই দুর্ঘটনা ঘটে।

জাকির ঢালী রামপাল উপজেলার সদর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের শেখ আব্দুল আজিজ ঢালীর ছেলে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাসুদুর রহমান সরদার সোমবার সকালে এই প্রতিবেদককে বলেন, স্থানীয় তেলিখালি গ্রামের জনৈক লিয়াকত আলী তার মৎস্য ঘেরে ড্রেজার বসিয়ে বালু তুলছিলেন জাকির। বালু উত্তোলনের কারণে সেখানে অন্তত ৩০ থেকে ৩৫ ফুট গভীরতার সৃষ্টি হয়। বিকাল সাড়ে তিনটার দিকে জাকির বালু উত্তোলনের ড্রেজারের পাশে পাইপের মুখ পরিস্কার করতে নেমে তলিয়ে যায়। পরে অন্য শ্রমিকরা জাকিরকে দেখতে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের বাগেরহাটের দুটি এবং খুলনার একটি ইউনিট সেখানে পৌছে প্রায় সাত ঘণ্টা চেষ্টা চালিয়ে জাকিরকে মৃত অবস্থায় উদ্ধার করে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, বালু তোলার কারণে ওইখানে বড় গর্তের সৃষ্টি হয়। গর্তের মধ্যে বালু চাপায় জাকিরের মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/১৯জুন/প্রতিনিধি/জেডএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জনগণের সমস্যা সমাধানে পাশে থাকবে বিএনপি’
ডিপিএল: শেষ বলে পারটেক্সের এক উইকেটের শ্বাসরুদ্ধকর জয়
পানির উৎস ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণের দাবি উপকূলবাসীর
সুন্দরবনের গহিনে আগুন জ্বলছে, পানি নেই, কাটা হচ্ছে ফায়ার লাইন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা