বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন: শিল্পমন্ত্রী

জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ আগস্ট ২০১৭, ১৯:২৩

‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক এবং অভিন্ন। বঙ্গবন্ধু বাঙালির মুক্তি ও অধিকার নিয়ে যে চিন্তাভাবনা করতেন, তা তিনি জনসাধারণকে বুঝাতে পেরেছিলেন। বাঙালি জাতীয়তাবাদকে কেন্দ্র করে বঙ্গবন্ধু রাজনীতির নীতি নির্ধারণ করতেন। এ কারণেই তিনি বাঙালির অবিসংবাদিত নেতা হতে পেরেছিলেন।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

মন্ত্রী বলেন, ‘১৫ আগস্টের হত্যাকাণ্ড শুধুমাত্র একটি পরিবারকেন্দ্রিক হত্যাকাণ্ডই নয়; খুনিরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করতে চেয়েছিল।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে জাতীয় সংসদের সদস্য সিমিন হোসেন রিমি বলেন, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ অবিচ্ছেদ্য ইতিহাস। বঙ্গবন্ধুর চিন্তায় বাংলাদেশের সঙ্কট এবং সঙ্কট উত্তরণের ভাবনা গুরুত্ব পেতো। বঙ্গবন্ধু জাগ্রত সোনার বাংলা গড়তে চেয়েছিলেন।’

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সরকারি কর্মকমিশনের সাবেক সদস্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক, শিক্ষক সমিতির সম্পাদক অধ্যাপক ফরিদ আহমেদ, অফিসার সমিতির সভাপতি মাসুদুর রহমান, ছাত্রলীগ সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক এসএম আবু সুফিয়ান, কর্মচারী সমিতির সভাপতি অমর চাঁদ মণ্ডল, কর্মচারী ইউনিয়নের সভাপতি আবদুর রহিম প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষক, অফিসার, কর্মচারী, ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

যে কারণে আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে না নোবিপ্রবি

ব্যতিক্রমী উদ্যোগ: শিক্ষার্থীদের জন্য শরবতের আয়োজন ঢাবি অধ্যাপকের

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক মেজবাহ্ উদ্দিন

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান কুবি শিক্ষার্থীদের

পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রতি বছর ফিলিস্তিনের ২০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

পরীক্ষায় বসতে রাজি বুয়েট শিক্ষার্থীরা

কুবির শেখ হাসিনা হল প্রাধ্যক্ষের পদত্যাগ

বিশ্ববিদ্যালয়ে ই-রিসোর্সের ব্যবহার বাড়ানোর আহ্বান ইউজিসির

আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়, বৃহস্পতিবার পর্যন্ত ছুটি বহাল

এই বিভাগের সব খবর

শিরোনাম :