পিএসজিতে নেইমারের বেতন ২৮৬ কোটির বেশি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০১৭, ২১:৪১| আপডেট : ০২ আগস্ট ২০১৭, ২১:৫৮
অ- অ+
ফাইল ছবি

বার্সা বলেই দিয়েছে, ২২২ মিলিয়ন ইউরো পরিশোধ করে নেইমারকে নিতে পারবে ফরাসি ক্লাব পিএসজি। এমন খবরের পর হিসেব-নিকেশ শুরু হয়ে গেছে, নতুন ক্লাবে কত হচ্ছে নেইমারের বেতন? কর দেওয়ার পরও পিএসজিতে নেইমারের বার্ষিক বেতন ৩০ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় ২৮৬ কোটি ৭৩ লক্ষ ৮২ হাজার ৮৮২ টাকা। বার্সার সবুজ সংকেত পাওয়ার পর দলবদলের প্রক্রিয়া শুরু করেছে পিএসজিও।

তবে নেইমারকে টানতে বিপুল পরিমাণ অর্থের সঙ্গে সামঞ্জস্য আনতে ক্লাবটি ছেড়ে দিতে পারেন দুই-একজনকে ফুটবলারকে। সেক্ষেত্রে পিএসজি থেকে কোপে পড়তে পারেন আর্জেন্টিনায় অ্যাঞ্জেলা ডি মারিয়া, ফ্রান্সের ব্লাইজ মাতুইদি এবং ব্রাজিলের লুকাস মুয়ারাকে।

নেইমার চলে যাওয়ার পর বার্সার একটা আসন হবে শূন্য। তার বদলে বার্সেলোনা বিকল্প হিসেবে হাত বাড়িয়েছেন লিভারপুলের ব্রাজিলিয়ান তারকা ফিলিপি কুতিনহো, চেলসির বেলজিয়াম তারকা এডেন হাজার্ড ও টটেমহামের ইংলিশ মিডফিল্ডার ডেলি আলির দিকে। এদের যে কাউকে দলে ভেড়ানোর সম্ভাবনা রয়েছে।

২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত সান্তোস দিয়ে শুরু হয় নেইমারের ক্লাব ক্যারিয়ার। এরপর বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হন নেইমার। নেইমার কত টাকায় বার্সায় নাম লেখালেন সেটা প্রথম দিকে প্রকাশ করেনি ক্লাবটি। শুধু বলেছেন, নেইমার বার্সেলোনার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছেন। সেদিন ব্রাজিলীয়ান তারকাকে স্বাগতম জানাতে ন্যু ক্যাম্পে হাজির হয়েছিল রেকর্ড পরিমাণ সাড়ে ৫৬ হাজার দর্শক।

বার্সায় নাম লেখানোর পর নেইমার গোল করেছেন একশর বেশি। গত অক্টোবরে ক্লাবটির সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তিও করেন তিনি। বার্সেলোনার হয়ে দুটি লা লিগা, তিনটি কোপা দেল রে ও একটি চ্যাম্পিয়নস লিগসহ মোট আটটি শিরোপা ছুঁয়ে দেখেছেন নেইমার। ২০১৫ সালের বর্ষসেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পাশেই ছিল নেইমারের নাম। সূত্র-গোলডটকম।

(ঢাকাটাইমস/০২আগস্ট/জেইউএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সকালের দুধ-চা নাকি লাল চা, পাকস্থলীর জন্য কোনটা ভালো?
চট্টগ্রাম বন্দরে রবি'র ৫-জি প্রযুক্তির সেবা প্রদানে সমীক্ষা যাচাই করবে এক্সেনটেক
গাজায় আল জাজিরার ৫ সাংবাদিককে হত্যা করল ইসরায়েল
ঢাকায় তাপমাত্রা বাড়তে পারে, শুষ্ক থাকবে আবহাওয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা