নির্বাচন নিয়ে বিএনপির ‘শোরগোলে’ চক্রান্ত দেখছেন ইনু

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৫৫ | প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৫০
ফাইল ছবি

নির্বাচন নিয়ে বিএনপি চক্রান্ত করছে এমন অভিযোগ করেছেন জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বলেছেন, ‘কোনো প্রস্তাব ছাড়া, কোনো রূপরেখা ছাড়া খালেদা জিয়া এবং বিএনপি যেভাবে নির্বাচন নিয়ে শোরগোল করছে সেটাই হলো চক্রান্তমূলক, রহস্যজনক ও বিভ্রান্তিমূলক।’

সোমবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ভেড়ামারার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মন্ত্রী।

‘নির্বাচন দিলে সরকার সাগরের পানিতে ভেসে যাবে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে ইনু বলেন, ‘কে সাগরে ভেসে যাবে আর কে ডাঙ্গায় থাকবে সেটার ভবিষ্যদ্বাণী কেবল গণকরাই করতে পারে, কোনো রাজনৈতিক নেতাকর্মী এ ধরনের কথা বলতে পারেন না। এটা দায়িত্ব জ্ঞানহীন উক্তি। এর মানে হচ্ছে সাগরে ভাসিয়ে দেয়ার জন্য চক্রান্ত হচ্ছে।’

ইনু বলেন, ‘নির্বাচন বিএনপির কোনো এজেন্ডা নয়, বিএনপির এজেন্ডা হলো যেকোনো পন্থায় শেখ হাসিনার বৈধ সাংবিধানিক সরকারকে উচ্ছেদ করে, ক্ষমতাচ্যুত করে গায়ের জোরে শেখ হাসিনার সরকারকে সাগরে ভাসিয়ে দেয়ার একটা চক্রান্ত।

তথ্যমন্ত্রী বলেন, ‘এই চক্রান্ত সফল হবে না, বাংলাদেশ সাংবিধানিক পদ্ধতিতেই চলবে এবং যথাসময়ে সাংবিধানিকভাবে নির্বাচন হবে।’

এ সময় জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) কামরুল হাসানসহ জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৪সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

‘ভারতের কবল থেকে প্রকৃত স্বাধীকারের দাবিতে জনগণ নীরবে প্রস্তুত হচ্ছে’

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: ঢাকা দক্ষিণের আ.লীগ নেতা রিয়াজকে ফের শোকজ

যুবদল সভাপতি টুকুকে কারাগারে প্রেরণের প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ

সরকার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে দমনপীড়নের খড়গ নামিয়ে এনেছে: মির্জা ফখরুল

শান্তিপূর্ণ, নিরাপদ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় আ.লীগ অঙ্গীকারবদ্ধ: ওবায়দুল কাদের

পথচারীদের মাঝে তৃতীয় দিনের মতো পানি ও স্যালাইন বিতরণ জাপার

মুক্তি দেওয়া হচ্ছে হেফাজতের মামুনুল হককে, আভাস দিলেন নেতারা

গোটা দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী 

উপজেলা নির্বাচন এখন উপজ্বালায় পরিণত হয়েছে: সালাম

তীব্র তাপপ্রবাহে জাপার পানি ও স্যালাইন বিতরণ

এই বিভাগের সব খবর

শিরোনাম :