রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘের মাধ্যমে চাপ দিতে হবে: নোমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৩১

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরত নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে চাপ দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। তিনি বলেছেন, মিয়ানমারকে চাপ দিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মধ্যমে বাংলাদেশ সরকারকে উদ্যোগ নিতে হবে।

রবিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান এসব কথা বলেন। খালেদা জিয়ার দশম কারামুক্তি দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী জিয়া সমাজকল্যাণ পরিষদ নামের একটি সংগঠন।

আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘অনতিবিলম্বে রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের ওপর চাপ দিতে হবে। সেই চাপ দ্বিপক্ষীয়ভাবে দিলে হবে না। তা দিতে হবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে।’

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে চাপ দিলে মিয়ানমারের জন্য বাধ্যতামূলক হবে। সিকিউরিটি কাউন্সিলে বাংলাদেশের পক্ষ থেকে জোর দাবি জানানো হোক এবং বাংলাদেশ যদি দাবি জানায়, সেটা ভিন্ন প্রকৃতির হবে। কারণ এ ক্ষেত্রে বাংলাদেশ সরাসরি এর শিকার।’

এ দেশে খালেদা জিয়ার বিকল্প নেতৃত্ব কেউ নেই উল্লেখ করে নোমান বলেন, বিএনপি জাতীয়তাবাদী শক্তির একটা দল। জিয়াউর রহমানের পর এ দলের হাল ধরেন খালেদা জিয়া। তিনি স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন করেন। রাজনীতিতে এসে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। তার বিকল্প নেতৃত্ব এই দেশে আর নেই।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু আয়োজক সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন খোকন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী প্রমুখ।

ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/জিএম/এমআর

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

শ্রমিক সমাজের এখন বেঁচে থাকাই কষ্টকর: রিজভী

শ্রমজীবীদের ন্যায্য অধিকার নিশ্চিতে বিএনপি সংকল্পবদ্ধ: ফখরুল 

বকশীগঞ্জে দলীয় নির্দেশ অমান্য করে উপজেলা নির্বাচনে নজরুল ইসলাম

সন্ধ্যায় আ.লীগের কার্যনির্বাহী বৈঠক, আলোচনা হবে যেসব বিষয়ে

‘ভারতের কবল থেকে প্রকৃত স্বাধীকারের দাবিতে জনগণ নীরবে প্রস্তুত হচ্ছে’

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: ঢাকা দক্ষিণের আ.লীগ নেতা রিয়াজকে ফের শোকজ

যুবদল সভাপতি টুকুকে কারাগারে প্রেরণের প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ

সরকার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে দমনপীড়নের খড়গ নামিয়ে এনেছে: মির্জা ফখরুল

শান্তিপূর্ণ, নিরাপদ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় আ.লীগ অঙ্গীকারবদ্ধ: ওবায়দুল কাদের

পথচারীদের মাঝে তৃতীয় দিনের মতো পানি ও স্যালাইন বিতরণ জাপার

এই বিভাগের সব খবর

শিরোনাম :