আগামী বছর দেশে ফিরবেন তারেক রহমান

লন্ডন প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ১৯:০০ | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০১৭, ১৭:৫২

চিকিৎসা শেষে লন্ডন থেকে কাল বুধবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে- তিনি একাই দেশে ফিরবেন। তার সঙ্গে পরিবারের অন্য কেউ আসছেন না।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, দীর্ঘদিন লন্ডনে অবস্থানরত দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান আগামী বছর দেশে ফিরবেন।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ মালেক বলেন, বেগম জিয়া একাই দেশে ফিরছেন, পরিবারের আর কোন সদস্য বেগম জিয়ার সঙ্গে দেশে যাচ্ছেন না। আর সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান আগামী বছর অর্থাৎ ২০১৮ সালে দেশে যাবেন।

দীর্ঘদিন লন্ডনে অবস্থানের পর মঙ্গলবার বাংলাদেশের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার সন্ধ্যায় যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে পূর্ব লন্ডনে অবস্থিত যুক্তরাজ্য বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে বিএনপির নেতৃবৃন্দ জানান, চিকিৎসা শেষে মঙ্গলবার এমিরাটসের একটি ফ্লাইটে হিথ্রো বিমানবন্দরের ৩ নাম্বার টার্মিনাল থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করবেন বেগম জিয়া। তিনি বুধবার বাংলাদেশে পৌঁছাবেন।

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য বিএনপির নেতারা জানান, বুধবার বিমানবন্দরে বেগম জিয়াকে গ্রেপ্তার করা হলে- সেদিনই হবে আওয়ামী লীগ সরকারের শেষ দিন।

সংবাদ সম্মেলনে ছিলেন- সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, বিএনপি নেতা আক্তার হোসেন টুটুল, কামাল উদ্দিন, মাহতাব আহমেদ, খসরুজ্জামান খসরু, নাসিমুজ্জামান চৌধুরী, নাসিম চৌধুরী, অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল, সেলিম আহমদ, নাসির আহমদ শাহিন, আবুল হোসেন, আফজাল হোসেনসহ যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই চিকিৎসার জন্যে লন্ডনে এসেছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/সিকে/বিএ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

‘ভারতের কবল থেকে প্রকৃত স্বাধীকারের দাবিতে জনগণ নীরবে প্রস্তুত হচ্ছে’

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: ঢাকা দক্ষিণের আ.লীগ নেতা রিয়াজকে ফের শোকজ

যুবদল সভাপতি টুকুকে কারাগারে প্রেরণের প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ

সরকার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে দমনপীড়নের খড়গ নামিয়ে এনেছে: মির্জা ফখরুল

শান্তিপূর্ণ, নিরাপদ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় আ.লীগ অঙ্গীকারবদ্ধ: ওবায়দুল কাদের

পথচারীদের মাঝে তৃতীয় দিনের মতো পানি ও স্যালাইন বিতরণ জাপার

মুক্তি দেওয়া হচ্ছে হেফাজতের মামুনুল হককে, আভাস দিলেন নেতারা

গোটা দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী 

উপজেলা নির্বাচন এখন উপজ্বালায় পরিণত হয়েছে: সালাম

তীব্র তাপপ্রবাহে জাপার পানি ও স্যালাইন বিতরণ

এই বিভাগের সব খবর

শিরোনাম :