যুগ্ম সচিবের দায়িত্বে ইসির জনসংযোগ পরিচালক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ অক্টোবর ২০১৭, ২২:৪৪

নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব পদমর্যাদার আট কর্মকর্তাকে যুগ্ম সচিবের পদে চলতি দায়িত্বে পদায়ন করেছে ইসি। রবিবার রাতে এই পদায়ন করা হয়। এর মধ্যে ইসির জনসংযোগ পরিচালম এসএম আসাদুজ্জামানও রয়েছেন।

তবে তাদের এই পদায়নের প্রজ্ঞাপনে বলা হয়েছে- ‘এই আদেশের কারণে তারা জ্যেষ্ঠতা দাবি করতে পারবেন না এবং সরকারি প্রয়োজনে যেকোনো সময় এ আদেশ বাতিল করা যাবে। বিধি অনুযায়ী কর্মকালের জন্য চলতি দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন।’

যুগ্ম সচিব পদে পদায়ন পাওয়া কর্মকর্তারা হলেন- নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক (চলতি দায়িত্ব) ইসি সচিবালয়ের উপসচিব খোন্দকার মিজানুর রহমান, কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার (চলতি দায়িত্ব) উপসচিব এস এম এজহারুল হক, উপসচিব সৈয়দ মো. খুরশিদ আনোয়ার, উপসচিব মো. আবুল কাশেম, খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (চলতি দায়িত্ব) ইসি সচিবালয়ের উপসচিব মোস্তফা ফারুক, ইসি সচিবালয়ের উপসচিব ফরহাদ আহাম্মদ খান, নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক মো. আবদুল বাতেন ও ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান।

প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে ইসির সহকারী সচিব নুর নাহার ইসলামের স্বাক্ষর রয়েছে।

সোমবার নির্বাচন কমিশনে গিয়ে দেখা যায়, নতুন দায়িত্বপ্রাপ্তদের শুভেচ্ছা জানাতে ভিড় করছেন ইসির কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :