গজারিয়ায় জেএসসি পরীক্ষা কেন্দ্রে সেলফি!

গজারিয়া (মুন্সীগঞ্জ ) প্রতিনিধি, ঢাককাটাইমস
 | প্রকাশিত : ০১ নভেম্বর ২০১৭, ২০:৫১

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বুধবার জেএসসি পরীক্ষা শুরুর আগ মুহূর্তে একটি কক্ষের কয়েকটি স্থিরচিত্র এক বিদ্যালয়ের অফিস সহকারী ফারুক সুমনের ফেসবুক ওয়ালে আপলোড করা হয়েছে। বিষয়টি ‘টক অব দ্যা গজারিয়া’য় পরিণত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাবলিক পরীক্ষার কক্ষে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করে গজারিয়ায় মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ ও কক্ষে যাওয়ার ঘটনা ঘটিয়েছেন স্থানীয় শহীদ নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী ফারুক সুমন।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফারুক সুমন জেএসসি পরীক্ষা শুরুর পাঁচ মিনিট আগে কক্ষে অবস্থান করে ছবি তুলে তার ফেসবুক ওয়ালে আপলোড করেন।

এতে করে কেন্দ্রের বাইরে থাকা শিক্ষক ও অভিভাবকদের মাঝে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার গুজব রটে যায়।

পরীক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উল্লিখিত কেন্দ্রে প্রশ্ন ফাঁসের মত কোন ঘটনা ঘটেনি।

কেন্দ্র সচিব আক্তার হোসেন জানান, অফিস সহকারী পরীক্ষা কেন্দ্রের কোন রকম দায়িত্বে ছিল না, সে কিভাবে কি করল- আমরা খোঁজ নিচ্ছি।

ফারুক সুমন জানান, আমি আমাদের বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থীদের ছবি তুলে শখে আমার ফেসবুকে আপলোড করেছি।

গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে। খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/১নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :