প্রেমিকাকে বিয়ে করছেন তৌসিফ

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ নভেম্বর ২০১৭, ১৫:৪১| আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১৫:৫২
অ- অ+
প্রেমিকা জান্নাতুল ফেরদৌস সুষমার সঙ্গে অভিনেতা তৌসিফ

ছোট পর্দার অভিনেতা ও মডেল তৌসিফ মাহবুব। ছবিতে তার সঙ্গে যে তরুণীকে দেখছেন তিনি হচ্ছেন জান্নাতুল ফেরদৌস সুষমা। তৌসিফের দীর্ঘদিনের প্রেমিকা। চুটিয়ে প্রেম করছেন দুজনের। তবে খুব শিগগিরই নাকি এই প্রেমকে পরিণয়ে রূপ দিতে যাচ্ছেন এ জুটি।

এ ব্যাপারে অভিনেতা নিজে অবশ্য কিছু জানাননি। বিষয়টি নাকি পারিবারিকভাবে ওপেন সিক্রেট। তবে তার নিকটতম সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। বলেছেন, আগামী বছরের ৯ ফেব্রুয়ারি বিয়ের তারিখ চূড়ান্ত করা হয়েছে তৌসিফ ও সুষমার।

জানা গেছে, পাত্রী সুষমার বাসা ঢাকার মিরপুরে। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-তে বিবিএ পড়ছেন তিনি। তিন বছরের বেশী সময় ধরে সুষমার সাথে তৌসিফের প্রেমের সম্পর্ক।

২০১৩ সালের ভালোবাসা দিবসের ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে আলোচনায় আসেন তৌসিফ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয় নি। বর্তমানে ছোট পর্দার কাজ নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেতা। আগামী শুক্রবার থেকে চ্যানেল আইতে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে তাঁর অভিনীত নতুন নাটক ‘বেসিক আলী’।

ঢাকাটাইমস/২০নভেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা