কৃষি উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই: খালিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ নভেম্বর ২০১৭, ১৮:২৩

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা সরকার কৃষিবান্ধব সরকার। বর্তমান সরকারের আমলে দেশে খাদ্য সংকট হয়নি। না খেয়ে কোন মানুষ মারা যায়নি। ঘুর্ণিঝড়, জলোচ্ছ্বাসের দেশ বাংলাদেশে সরকারের গণমুখী সিদ্ধান্তের কারণে খাদ্য উৎপাদন বেড়েছে। ৫০ হাজার টন খাদ্য ঘাটতি নিয়ে শেখ হাসিনা সরকার রাষ্ট্রক্ষমতায় আসে, আর আজ আমাদের দেশ খাদ্য রপ্তানি করতে পারছে। বিএনপি-জামায়াত জোট সরকার সার চাওয়ার অপরাধে কৃষককে গুলি করে মেরেছে। আজ দেশে সারের কোনো সংকট নেই। দশ টাকা দিয়ে একজন কৃষক ব্যাংকে একাউন্ট খুলতে পারছে। এগুলো বর্তমান সরকারের সাফল্য। শেখ হাসিনা সরকার, কৃষিবান্ধব সরকার বলে দেশে খাদ্য উৎপাদন বেড়েছে।

শুক্রবার দিনাজপুর জেলার বোচাগঞ্জে আখচাষিদের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

খালিদ বলেন, সাধারণ মানুষের আজ আয় বেড়েছে। তলাবিহীন ঝুড়ি বলে আখ্যায়িত বাংলাদেশ আজ জাতিসংঘ কর্তৃক নিম্ন মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। গ্রামের চেহারা আজ পাল্টে গেছে। উন্নয়ন আজ দৃশ্যমান। দেশের উন্নয়ন ও সাফল্যের ধারা অব্যাহত রাখার জন্য আবারো শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নৌকায় ভোট দেয়ার আহবান জানান খালিদ।

খালিদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে। আজ জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আর সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। স্থানীয় আখচাষি সমিতির সভাপতি ফয়জুল আলম বাবলু চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পরে খালিদ মাহমুদ বিষ্ণপুর প্রত্নতত্ত্ব বিভাগের খনন কাজ পরিদর্শন করেন।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

শ্রমিক সমাজের এখন বেঁচে থাকাই কষ্টকর: রিজভী

শ্রমজীবীদের ন্যায্য অধিকার নিশ্চিতে বিএনপি সংকল্পবদ্ধ: ফখরুল 

বকশীগঞ্জে দলীয় নির্দেশ অমান্য করে উপজেলা নির্বাচনে নজরুল ইসলাম

সন্ধ্যায় আ.লীগের কার্যনির্বাহী বৈঠক, আলোচনা হবে যেসব বিষয়ে

‘ভারতের কবল থেকে প্রকৃত স্বাধীকারের দাবিতে জনগণ নীরবে প্রস্তুত হচ্ছে’

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: ঢাকা দক্ষিণের আ.লীগ নেতা রিয়াজকে ফের শোকজ

যুবদল সভাপতি টুকুকে কারাগারে প্রেরণের প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ

সরকার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে দমনপীড়নের খড়গ নামিয়ে এনেছে: মির্জা ফখরুল

শান্তিপূর্ণ, নিরাপদ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় আ.লীগ অঙ্গীকারবদ্ধ: ওবায়দুল কাদের

পথচারীদের মাঝে তৃতীয় দিনের মতো পানি ও স্যালাইন বিতরণ জাপার

এই বিভাগের সব খবর

শিরোনাম :