পঙ্গু হাসপাতালে ৯ দালালের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ নভেম্বর ২০১৭, ২০:৫৪ | প্রকাশিত : ২৭ নভেম্বর ২০১৭, ২০:৫১

রাজধানীর শেরেবাংলা নগরে পঙ্গু হাসপাতালের সামনে থেকে দালাল চক্রের সক্রিয় নয় সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে একজনের দুই মাসের, পাঁচজনের এক মাসের এবং তিনজনের ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার দুপুর ১২টা থেকে তিনটা পর্যন্ত এ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।

দণ্ডপ্রাপ্তরা হলেন-মো. আব্দুল আজিজ (২৮), মো. মামুন (২৮), মো. ওমর ফারুক (১৮), মো. হাসান (৪৮), মো. শাহাদত হোসেন (২১), মো. রাকিব (২০), মো. মিরাজ হোসেন (২৩), প্রিয়া রাণী মন্ডল (৩০), মিনতী রাণী বিশ্বাস (৪০)।

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, অভিযানে পঙ্গু হাসপাতালের সামনে থেকে রোগীদের সাথে প্রতারণা করার সময়ে দালাল চক্রের এই নয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দালাল ও প্রতারক চক্রের সদস্যরা জানায়, তারা পঙ্গু হাসপাতালে আসা রোগীদের কম টাকায় চিকিৎসা করার প্রলোভন দেখিয়ে দালালদের এজেন্টভুক্ত ক্লিনিকে নিয়ে যায় এবং দালাল চক্র ক্লিনিকের মালিকদের কাছ থেকে কমিশনে টাকা নেয়।

র‌্যাব জানায়, এক্ষেত্রে সাধারণ রোগীরা দুইভাবে প্রতারিত হয়। প্রথমত ক্লিনিকের নিম্নমানের চিকিৎসা, যা রোগীর জন্য ঝুঁকিপূর্ণ এবং দ্বিতীয়ত এসব ক্লিনিকে চিকিৎসার খরচ অনেক বেশি।

ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে দালাল চক্রের সদস্যদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

শিল্পী পরিচয়ে ভয়ংকর মাদক কারবারে গায়ক রেবেল, কাজ করতেন ‘ভাইজানের’ হয়ে

২৮ অক্টোবর অছিম পরিবহনে ছাত্রদলনেতার আগুনে প্রাণ যায় নাঈমের, যেভাবে রহস্য উদঘাটন

কেরাণীগঞ্জে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার 

সোনালী লাইফের বহিষ্কৃত সিইও মীর রাশেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কোস্ট গার্ডের অভিযানে ৪৫ হাজার পিস ইয়াবা উদ্ধার

চাকরির পরীক্ষার আগেই মিলত উত্তর, চুক্তি ১২-১৪ লাখ টাকায়: ডিবি

আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের মূলহোতা গ্রেপ্তার, বিপুল কনটেন্ট জব্দ

এফডিসিতে সাংবাদিকদের উপর হামলা: ১১ সদস্যের তদন্ত কমিটি

স্ত্রীসহ নিজেকে নির্দোষ দাবি করে ডিবিতে যা বলেছেন কারিগরি বোর্ডের চেয়ারম্যান

এই বিভাগের সব খবর

শিরোনাম :