নানা আয়োজনে আলফাডাঙ্গায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১০ মার্চ ২০১৮, ১৫:৪৮ | প্রকাশিত : ১০ মার্চ ২০১৮, ১৫:৪৬

'জানবে বিশ্ব জানবে দেশ, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০১৮।

শনিবার সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নওয়াপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা। এছাড়া ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রুপা রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এসএম আকরাম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাফুজা বেগম, গোপালপুর বায়তুল ফালাহ দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সামাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক আলমগীর কবীর প্রমুখ।

আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগীতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অংশ নেয়।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, নওয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দর রউফ তালুকদার।

(ঢাকাটাইমস/১০ মার্চ/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :