বরিশালে সাদিকের প্রচারে গাজীপুরের মেয়র

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জুলাই ২০১৮, ১৯:১৬

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পক্ষে প্রচারণা চালিয়েছেন গাজীপুরের নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম। এ সময় অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নশীল দেশ গড়তে বরিশালে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

রবিবার দুপুরে তিনি নগরের সদর রোডে শহিদ সোহেল চত্বরে মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সাদিক আবদুল্লাহর নির্বাচনী পথসভায় বক্তৃতা দেন। পরে গণসংযোগও করেন।

জাহাঙ্গীর আলম বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকাকে বিজয়ী করতে হবে। আর এই দায়িত্ব আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীর। শুধু নিজেদের ভোট নিয়ে ভাবলেই হবে না, বরং নেতা-কর্মীদের নিজ নিজ পরিবারের ভোটও নিশ্চিত করতে হবে।

পথসভায় গাজীপুরে বরিশালবাসীর জন্য উন্মুক্ত কর্মসংস্থানের আশ্বাস দেন নতুন এই মেয়র। বলেন, আওয়ামী লীগের লোক এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ ও তাঁর ছেলে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নাম বললেই চাকরি হয়ে যাবে।

তার আগে নগরীর সোহেল চত্বরের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেন মেয়র প্রার্থী সাদিক। এ সময় তিনি আমাদের প্রচার-প্রচারণা ভালো চলছে, ইনশাল্লাহ ৩০ তারিখে নৌকার বিজয় সুনিশ্চিত।

আওয়ামী লীগের মনোনীত এ প্রার্থী আরো বলেন, নির্বাচনী মাঠে যে যার মতো প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমাদের নেতা-কর্মীরা কাউকে কোনো ধরনের বাধাগ্রস্থ করেছে এই ধরনের অভিযোগ থাকলে লিখিতভাবে তারা দিতে পারে। নির্বাচন কমিশন রয়েছে এটা দেখার জন্য তারা ব্যবস্থা নিবেন। পাশাপাশি আমরাও বিষয়টি গুরুত্বের সহিত দেখবো।

পরে তিনি সদর রোডে নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন। গণসংযোগকালে তার সাথে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা মাহাবুব উদ্দিন বীরবিক্রম, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, গাজীপুরের নব নির্বাচিত সিটি মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২২জুলাই/টিটি/ ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

‘সব গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হবে এবং শিগগির স্বৈরতান্ত্রিক সরকারের পতন’

মামুনুল হকের জামিন, কারামুক্তির অপেক্ষা

হাসপাতাল থেকে বাসায় খালেদা জিয়া

ওমরাহ করতে সস্ত্রীক ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল

বিএনপির রাজনীতির মূল উদ্দেশ্য যে কোনো উপায়ে ক্ষমতা দখল: ওবায়দুল কাদের

রাজধানীতে জনসাধারণের মাঝে মহিলা পার্টির পানি ও শরবত বিতরণ

বিএনপি নয়, আ.লীগের নেতা ও তাদের স্বজনরা দেশ ছেড়ে যাচ্ছে: রিজভী

উপজেলা নির্বাচন: এমপি-মন্ত্রীর কোন কোন স্বজন অংশ নিতে পারবেন না জানালেন শেখ হাসিনা

এভারকেয়ারে ভর্তি খালেদা জিয়া, এবার কতদিন থাকতে হবে হাসপাতালে?

ত্যাগের মহিমায় মানবসেবা করে গিয়েছেন স্বামী বিবেকানন্দ: মেয়র তাপস

এই বিভাগের সব খবর

শিরোনাম :