‘উচ্ছৃঙ্খল ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে হবে’

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ আগস্ট ২০১৮, ০৯:৩১ | প্রকাশিত : ১০ আগস্ট ২০১৮, ০৯:১৫

মাঠের বাইরেও ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা কথা শুনতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বিগত কয়েকদিন ধরে কিছু ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার সেই উচ্ছৃঙ্খল এই ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত দেয়ার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

মাঠে সিনিয়র ক্রিকেটাররা দাপট দেখাচ্ছেন। কিন্তু প্রায়ই আলোচনার খোরাক উঠতি ক্রিকেটাররা। এদের মধ্যে আলোচনায় আছেন সাব্বির রহমান। মাঠের ক্রিকেটে আছেন তবে পারফরম্যান্সে নেই। আলোচিত হচ্ছেন ব্যক্তিগত জীবন নিয়ে। সমানভাবে সমালোচিত নাসির হোসেনও। এর আগেও শাহাদাত-নাসির-শহীদ কিংবা রুবেলরা জড়িয়েছেন নারী কেলেঙ্কারিসহ নানা বিতর্কে। সেসবের জন্য মিলেছে বিভিন্ন মেয়াদে শাস্তিও। তবে কিছুতেই যেন কিছু হচ্ছে না। ক্রিকেটারদের বিষয়ে এবার তাই আরও কঠোর হচ্ছে ক্রিকেট বোর্ড।

এই বিষয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘আলোচনায় বর্তমানে দুজন ক্রিকেটারের নামই আসতেছে। একজন এখনকার ক্রিকেটার, আরেকজন একটু পুরোনো। পুরোনো যে, সে তো এখন দলেই নেই। আরেকজন যে দলে আছে, সেও না থাকার মতো অবস্থায় ঝুলছে। এটা আপনাদের বুঝতে হবে। হঠাৎ করে কারো ব্যক্তিগত জীবনে ঢোকা কঠিন। আমরা তো বাসায় গিয়ে মনিটর করে আসতে পারব না। ওদেরকেই বুঝতে হবে।’

তিনি আরো যোগ করেন,‘ওদের অনেক সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু ওরা যদি ভালো হওয়ার সুযোগ না নেয়, তাহলে ওটা ওদের সমস্যা। বোর্ডের সমস্যা না। আমরা মনে করেছিলাম, শেষ যে বিচারটি হয়েছিল, তার পর সব ঠিক হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু তাতেও যদি ঠিক না হয়, তাহলে তো এক্সট্রিম ডিসিশন নিতেই হবে, উপায় নেই। তবে এই ধরণের বিশৃঙ্খলা আমি মনে করি ক্রিকেটের জন্য অত্যন্ত অত্যন্ত খারাপ। যেহেতু ক্রিকেটাররা বাংলাদেশে ভালো জায়গায় আছে এবং বাইরেও সব জায়গায় খোঁজখবর রাখে, এটা নিয়ে বিতর্ক হোক, তা আমরা চাই না।’

(ঢাকাটাইমস/১০আগস্ট/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :