সিপিএলে জয়ে ফিরল মাহমুদউল্লাহর সেন্ট কিটস

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০১৮, ১০:৪২
অ- অ+

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) পঞ্চম ম্যাচে জয়ে ফিরল মাহমুদউল্লাহ রিয়াদের সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। রবিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৪২ রানে হারিয়েছে কার্লোস ব্রাথওয়েটরা।

ত্রিনিদাদের পোর্ট অফ স্পেইনের কুইন্স পার্ক ওভালে টসে হেরে ব্যাট করতে নাম সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করে নিল ক্রিস গেইলের নেতৃত্বাধীন সেন্ট কিটস। দলকে শুরু টা দারুণ করে দেন অধিনায়ক গেইল। ৩০ বলে ৩৫ রান করেন তিনি।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ বলে ৫৯ রান করেন ডেভন থমাস। বাংলাদেশি তারকা মাহমুদউল্লাহ রিয়াদ ১০ বলে ১৬ রান করে সুনীল নারাইনের বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফিরে যান।আর শেষের দিকে ব্যাট করতে নেমে ৫ ছক্কায় মাত্র ১৫ বলে ৪১ রান করেন কার্লোস ব্রাথওয়েট।

জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬১ রানে থামে ত্রিনবাগো নাইট রাইডার্স। দলের হয়ে কলিন মুনরোভ ৩৫, ড্যারন ব্রাভো ৪১ এবং শেষ দিকে কুপার ২২ বলে ৪২ রান করেন।

সংক্ষিপ্ত স্কোরকার্ড-

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস: ২০৩/৭ (২০ ওভার)

ত্রিনবাগো নাইট রাইডার্স: ১৬১/৮ (২০ ওভার)

ফলাফলঃ সেন্ট কিটস ৪২ রানে জয়ী।

(ঢাকাটাইমস/১২আগস্ট/এইচএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ – গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
নিবন্ধন স্থগিত হলেও ইসির তফসিলে থাকছে ‘নৌকা’, অন্তর্ভুক্ত হচ্ছে না ‘শাপলা’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা