শ্রীপুরে দুই কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ আগস্ট ২০১৮, ২১:৪৪

গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রায় দুই একর বনবিভাগের গেজেটভুক্ত জমি উদ্ধার করেছে বনবিভাগ।

মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। পরে সেখানে বনবিভাগ কয়েক হাজার গাছের চারা রোপন করে। দীর্ঘদিন ডিবিএল নামে একটি কারখানা এ জমিটি অবৈধভাবে দখল করে রেখেছিল।

শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হক জানান, টেপিরবাড়ি মৌজায় ডিবিএল কারখানার দখলে থাকা জমি উদ্ধারে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ কাঁটাতার ও টিন জব্দ করা হয়। এসময় দুই একরের উপর বনবিভাগের গেজেটভুক্ত বনভূমি উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য দুই কোটি টাকা হবে। এ ভূমি দখলের সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :