সাফে আজ মুখোমুখি ভারত-মালদ্বীপ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৯ | প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৮

সাফ সুজুকি কাপে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও মালদ্বীপ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়। ভারত ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। গত ৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়েছিল তারা।

অন্যদিকে, এই গ্রুপ থেকে মালদ্বীপ এবং শ্রীলঙ্কা দুই দলেরই সেমিফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে। ভারতের কাছে হারলেও মালদ্বীপের সাথে গোলশূন্য ড্র করে শ্রীলঙ্কা। এখন তিন পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে ভারত। এক পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মালদ্বীপ। এক পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা।

আজকের ম্যাচে যদি ভারতের কাছে মালদ্বীপ হেরে যায় তাহলে মালদ্বীপ ও শ্রীলঙ্কার মধ্যে যারা গোল ব্যবধানে এগিয়ে থাকবে তারা সেমিফাইনালে খেলবে। আর মালদ্বীপ যদি আজ জয় তুলে নিতে পারে কিংবা ড্র করতে পারে তাহলে মালদ্বীপই শেষ চারে খেলবে। সেক্ষেত্রে বাদ পড়বে শ্রীলঙ্কা।

সেমিফাইনালে ওঠার কাছাকাছি গিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে স্বাগতিক বাংলাদেশকে। গতকাল (শনিবার) শেষ হয়েছে এ গ্রুপের খেলা। এই গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে নেপাল। গ্রুপ রানার আপ হয়ে শেষ চারে উঠেছে পাকিস্তান। বিদায় নিয়েছে বাংলাদেশ ও ভুটান।

(ঢাকাটাইমস/৯ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :