ভাবমূর্তি ক্ষুণ্ন করা নেতারা মনোনয়ন পাবেন না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০১ | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৫৭

দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা কোনো নেতাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয় নেতারা অগ্রাধিকার পাবেন। ভাবমূর্তি ক্ষুণ্ন করা কোনো নেতা মনোনয়ন পাবেন না।

শনিবার রাতে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির এক সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিদ্ধান্ত নেয়া হয়, আসন ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি করবে আওয়ামী লীগ। এই কমিটিতে সংশ্লিষ্ট জেলা, উপজেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকরা থাকবেন। এরা কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী প্রার্থীর পক্ষে বিজয় নিশ্চিত করতে কাজ করবেন। এ কমিটির সদস্য সচিব দলটির উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমাম।

সভায় উপদেষ্টা পরিষদের সদস্যদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সদস্যদের সদস্য সচিব করে কয়েকটি কোর কমিটির গঠনের প্রস্তাব করা হয়। তারা নির্বাচন সংশ্লিষ্ট সকল সেক্টরের কর্মকর্তা ও দলের তৃণমুলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে কাজ করবেন। বৈঠকে উপস্থিত একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র আরও জানায়, শেখ হাসিনা নেতাদের অবহিত করে বলেছেন আমার করা জরিপে সারাদেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা উর্ধ্বমুখী। তিনি বলেন, ছয় মাস আগে অনেক জেলায় জনপ্রিয়তা নিম্নমুখী হতে শুরু করে তবে বর্তমান জরিপে দেখা যায় তার উন্নতি ঘটেছে। এখন ভোটারদের আকৃষ্ট করতে সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলো বেশী করে প্রচার করতে হবে।

এ সময় শেখ হাসিনা বলেন, মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয় নেতারা অগ্রাধিকার পাবে। ভাবমূর্তি ক্ষুণ্ন করা কোনো নেতা মনোনয়ন পাবেন না।

ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/টিএ/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

সরকার লুটেরাদের বাদ দিয়ে গণতন্ত্রকামী জনতাকে ধরছে: সালাম

শ্রমিক সমাজের এখন বেঁচে থাকাই কষ্টকর: রিজভী

শ্রমজীবীদের ন্যায্য অধিকার নিশ্চিতে বিএনপি সংকল্পবদ্ধ: ফখরুল 

বকশীগঞ্জে দলীয় নির্দেশ অমান্য করে উপজেলা নির্বাচনে নজরুল ইসলাম

সন্ধ্যায় আ.লীগের কার্যনির্বাহী বৈঠক, আলোচনা হবে যেসব বিষয়ে

‘ভারতের কবল থেকে প্রকৃত স্বাধীকারের দাবিতে জনগণ নীরবে প্রস্তুত হচ্ছে’

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: ঢাকা দক্ষিণের আ.লীগ নেতা রিয়াজকে ফের শোকজ

যুবদল সভাপতি টুকুকে কারাগারে প্রেরণের প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ

সরকার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে দমনপীড়নের খড়গ নামিয়ে এনেছে: মির্জা ফখরুল

শান্তিপূর্ণ, নিরাপদ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় আ.লীগ অঙ্গীকারবদ্ধ: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :