যশোরে দুই উপজেলায় মিলল দুই ভাইয়ের লাশ

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫১

যশোরের শার্শায় ও কেশবপুরে আজিজুল ইসলাম ওরফে আইজুল(৪২) ও ফারুক হোসেন (৫২) নামে দুই সহোদরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার ভোরে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের পশ্চিম কোটা রাস্তার পাশে একটি মেহেগণি বাগানে ও কেশবপুর উপজেলার ধার্মপুর গ্রাম থেকে তাদের লাশ পাওয়া যায়।

নিহত আজিজুল ও ফারুক বাগআঁচড়া ইউনিয়নের সামটা পুড়াপাড়া গ্রামের মৃত জেহের আলী পশারীর ছেলে।

শার্শা বাগআঁচড়া তদন্ত ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) আব্দুর রহিম বলেন, রবিবার ভোরে বাগআঁচড়া ইউনিয়নের পশ্চিম কোটা রাস্তার পাশে একটি মেহেগণি বাগানে দুই দল মাদক বিক্রেতার গোলাগুলির ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে মাদক বিক্রেতারা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত আজিজুল একজন চিহ্নিত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন বলেন, নিহত ফারুক হোসেনের লাশ উপজেলার ধর্মপুর গ্রামের শহিদুল ইসলামের ডোবায় গুলিবিদ্ধ একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাদের দেয়া খবরে রবিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে৷ ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷

ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/প্রতিনিধি/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :