ইলিশ শিকারীদের ধরতে গিয়ে হামলার মুখে ইউএনও

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১৬:২২ | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০১৮, ০৮:৩১

মতলব উত্তরে মেঘনা নদীতে ‘মা ইলিশ রক্ষা অভিযান’ চালানোর সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার ও তার সঙ্গের ফোর্সের ওপর জেলেরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার সন্ধ্যায় ষাটনল এলাকায় এই ঘটনা ঘটে। পরে পুলিশ ১৮ রাউন্ড রাবার বুলেট ছুড়ে প্রাণে রক্ষা পায়। এসময় একজন সহকারী মৎস্য কর্মকতা গুরুতর আহত হন।

ইউএনও শারমিন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইলিশ জাতীয় সম্পদ। সরকারের নির্দেশনা অনুযায়ী অভিযানে নদীর মাঝে গেলে জেলেরা আমাদের লক্ষ্য করে পাথর, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র ছুঁড়ে। রীতিমত তারা আমাদের আক্রমণ করে। পরে পুলিশ প্রায় ১৮ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে।

ইউএনও আরও জানান, এরপরও অভিযান অব্যাহত রেখে পাঁচটি ইলিশ ধরার ট্রলার ও এক লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করি। জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

অভিযানে মতলব উত্তর থানার চারজন ও মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ছয়জন পুলিশ সদস্য ছিলেন।

মোহনপুর নৌপুলিশ পরিদর্শক মো. আবু তাহের জানান, অভিযান চালানোর সময় জেলেরা দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করলে আত্মরক্ষার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ১৮ রাউন্ড রাবার বুলেট ছোঁড়া হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, অভিযানে গেলে জেলেরা আমাদের ওপর আক্রমণ করে। এতে আমাদের সহকারী মৎস্য কর্মকর্তা মনজুরুল হকের মুখে পাথরের ঢিল পড়ে গুরুতর আহত হন। তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সুন্দরবনের গহিন অরণ্যে আগুন

লিবিয়ায় সালথার কলেজ শিক্ষার্থীর ওপর নির্যাতনের ঘটনায় দালালের স্ত্রী গ্রেপ্তার

শিবালয়ে আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থীর দ্বন্দ্বে উত্তপ্ত ভোটের মাঠ

কোম্পানীগঞ্জে চেয়ারম্যান পদে চার প্রার্থী, আলোচনায় ওবায়দুল কাদেরের ভাই

জাতীয় শিক্ষা সপ্তাহে চার ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন আলফাডাঙ্গা আদর্শ কলেজের

ডোমারে বিএনপির ভোট বর্জনের ডাক 

ঢাকা-ভাঙ্গা-রাজবাড়ী রুটে দুই কমিউটার ট্রেন উদ্বোধন

চুয়াডাঙ্গায় দশ কেজি গাঁজাসহ দুই  মাদককারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দি স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় এখনো মামলা হয়নি

মফস্বল সাংবাদিকেদের ওয়েজ বোর্ডের আওতার আনার দাবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :