নেত্রকোণায় মইনুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ অক্টোবর ২০১৮, ২০:২০

সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে নেত্রকোণায় মানহানি মামলা হয়েছে। বিচারক মামলার শুনানি শেষে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

নেত্রকোণায় মামলাটি করেছেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কামরুন্নেছা আশরাফ দীনা। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরুর পত্নী।

বৃহস্পতিবার দুপুরে তিনি জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরিফুল হকের প্রথম আমলি আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।

বাদীর আইনজীবী মো. মনোয়ারুল হক বলেন, দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় মামলাটি করা হয়েছে।

“গত ১৬ অক্টোবর একাত্তর টিভির ‘৭১ জার্নাল’ নামে একটি টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলেন মইনুল হোসেন। তার এমন বক্তব্যে নারীজাতিসহ সকল সাংবাদিকদের অপমানিত করা হয়েছে। একজন নারী হিসেবে কামরুন্নেছা আশরাফ দীনা সামাজিক, রাজনৈতিক ও মানসিকভাবে অপমাণিত হয়েছেন। তার প্রতিকার চেয়ে আদালতে মামলা করেছেন তিনি।

এ বিষয়ে বিচারক ব্যরিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বলে জানান মনোয়ারুল হক।

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :