রেল কর্মকর্তাকে পিটিয়ে সিপাহি বরখাস্ত

যশোর প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০১৯, ২১:৫১
অ- অ+

যশোর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টারকে মারধর করার অভিযোগে এক সিপাহিকে বরখাস্ত করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় স্টেশনে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার পুষ্পল চক্রবর্তী।

আহত আরিফুর রহমান হাসপাতালে ভর্তি রয়েছেন। আর বরখাস্ত হয়েছেন সিপাহি মাসুদ রানা।

কর্মকর্তারা জানান, সন্ধ্যা ৬টা ১০মিনিটে বেনাপোল থেকে খুলনামুখী একটি ট্রেন আসে। কিছু মালপত্র উঠানো নিয়ে সহকারী স্টেশন মাস্টারের সঙ্গে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাই মাসুদ রানার বাকবিতণ্ডা হয়।

এক পর্যায়ে মাসুদ রানা সহকারী স্টেশন মাস্টারকে কিল ঘুষি মারতে থাকেন। পরে অন্যরা এসে আরিফুর রহমানকে উদ্ধার করে হাসপাতালে নেন।

আরিফুর রহমান জানান, ট্রেনে মালামাল উঠানোর জন্যে বুকিংয়ের কথা বলতেই মাসুদ রানা তার উপর চড়াও হন এবং এলোপাতাড়ি মারতে থাকেন।

যশোর রেলওয়ের স্টেশন মাস্টার পুষ্পল চক্রবর্তী বলেন, ‘যতটুকু শুনেছি, ট্রেনে মাল উঠানোর জন্যে আরিফুর রহমান বুকিংয়ের কথা বলেন। কিন্তু মাসুদ বিনা বুকিংয়ে তা পাঠানোর জন্যে বলেন। এ নিয়ে দুই জনের কথা কাটাকাটির এক পর্যায়ে সহকারী স্টেশন মাস্টারকে মারধর করেন মাসুদ।’

‘এ ঘটনায় সিপাই মাসুদ রানাকে বরখাস্ত করা হয়েছে।’

যোগাযোগ করা হলে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমিও শুনেছি। যতটুকু শুনেছি, তাতে মারধরের কোনও ঘটনা ঘটেনি। দুজনের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা