বোনের আপত্তিকর ছবি তুলে টাকা চেয়ে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লা প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০১৯, ২২:৪৯
অ- অ+
ফাইল ছবি

আপন খালাতো বোনের আপত্তিকর ছবি তুলে চাঁদা দাবির অভিযোগে কুমিল্লায় এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী মেয়েটির কাছ থেকে অভিযোগ পেয়ে তাকে ধরা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

গ্রেপ্তার রাজু আহাম্মদ কুমিল্লা মহানগর ছাত্রলীগের পাঁচ নং ওয়ার্ড সভাপতি। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ও চাঁদা দাবির অভিযোগ এনে মামলা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই ফারুক জানান, তিন লক্ষ টাকা না দিলে আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেবে বলে রাজু তার ৫০ বছর বয়সী খালাতো বোনের কাছে ছবিগুলো পাঠায়।

পুলিশকে ওই নারী জানান, এক মাস আগে চিকিৎসা করাতে তিনি ভারতে যান। সঙ্গে যান রাজু। হোটেলে রাতে ঘুমন্ত অবস্থায় কোন এক সময় এমন ছবি নেয়া হয়েছে।

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া বলেন, মঙ্গলবার রাতে রাজুকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনা স্বীকার করেন। হোটেলের একই কক্ষে অবস্থান করলে রাতে ওই নারী ঘুমানোর সময় ছবিগুলো মোবাইল ফোনে ধারণ করেন। পরে দেশে এসে বিভিন্ন নম্বর দিয়ে ছবি ফেসবুকে দেওয়ার কথা বলে টাকা দাবি করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা বিভাগের ৫৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা
ইলন মাস্ক 'আমেরিকা পার্টি' গঠনের ঘোষণা দিলেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ভাঙন
ভেষজ মহৌষধ আনারস কিডনির পাথর দূর করতে সিদ্ধহস্ত, ওজনও কমায় দ্রুত
খিলক্ষেতে কাভার্ডভ্যান চাপায় ২ পরিচ্ছন্নতা কর্মী নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা