স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন পিরোজপুর সরকারী হাই স্কুল

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৮ | প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৫

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের পিরোজপুর জেলায় শিরোপা জিতেছে পিরোজপুর সরকারী হাই স্কুল। মঙ্গলবার ফাইনালে টাউন হাই স্কুলকে ১২০ রানে হারিয়েছে তারা।

পিরোজপুর জেলা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০৩ রান করে পিরোজপুর সরকারী হাই স্কুল। ইনিংস সেরা ৬২ রান করে মিরাজুল। সাইফুল্লাহ ৩০ আর কবিরের ব্যাট থেকে আসে ২৩ রান। ২০৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৮৩ রানে অলআউট হয় টাউন হাই স্কুল। মিডল অর্ডারে ফায়জুল ইসলামের ২৮ ছাড়া টাউন হাই স্কুলের আর কেউ বলার মতো স্কোর পায়নি। ৪ রান খরচায় তন্ময় মন্ডল নিয়েছে ৪ উইকেট। রাকিবুল আর আমিনুল নেয় সমান ৩টি করে উইকেট।

ফাইনাল শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিব। পিরোজপুর জেলা চ্যাম্পিয়ন পিরোজপুর সরকারী হাই স্কুল এবার বরিশাল বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়বে।

এদিকে, বান্দরবান জেলায় চ্যাম্পিয়ন হয়েছে বান্দরবান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। ফাইনালে তারা বান্দরবান সরকারী হাই স্কুলকে ৫ উইকেটে হারিয়েছে।

(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :