বাগেরহাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তরুণ খুন

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫২
অ- অ+

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইমন মোল্লা নামে এক তরুণ খুন হয়েছেন। এসময় আরও অন্তত দুজন আহত হন। শুক্রবার রাত দশটার দিকে উপজেলার চিংড়াখালী ইউনিয়নের চণ্ডীপুর গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত ইমন মোল্লা উপজেলার চিংড়াখালী ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের মামুন মোল্লার ছেলে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ‘শুক্রবার রাত দশটার দিকে মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের ইমন মোল্লা প্রতিবেশী এক মেয়ের সঙ্গে কথা বলছিলেন। এই দেখে তার প্রতিপক্ষরা ইমনের উপর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ইমনের প্রতিপক্ষরা ছুরি দিয়ে ইমনের বুকের বাম পাশে আঘাত করে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। এসময় আরও অন্তত দুজন আহত হন। পরে পুলিশ খবর পেয়ে ইমনের লাশ উদ্ধার করে। এই হত্যাকাণ্ডে সেই মেয়েসহ মোট চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’

এদের জিজ্ঞাসাবাদের পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জ্বলবে আগুন শহরজুড়ে, হামলা-ছিনতাই বন্ধ না হলে’ স্লোগানে শিক্ষার্থীদের মিছিল
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় ১১০ জনের প্রাণহানি
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
এবার এনসিপির ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ মার্কা নিয়ে টানাটানি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা