ভোলায় ইলিশ ধরায় ১৩ জেলের কারাদণ্ড

ভোলা প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০১৯, ১৯:৪৬
অ- অ+

ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকার করায় ১৩ জেলের এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার অভিযানের প্রথম দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেঘনা নদীর নাছির মাঝি, ভোলার খাল, কাঠির মাথা ও ইলিশা এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। পরে আটককৃতদের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন শাহজান, মো. ফারুক, মো. আলম, মো. রুবেল, মো. মফিজ, মো. ইউনুছ, নুর উদ্দিন, মো. হানিফ. আ. রব, মো. জসিম, সবুজ, মো. রুবেল, মো. কামাল। এদের বাড়ি ভোলা সদর উপজেলার রাজপুর, কাচিয়া, ধনিয়া ও দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নে।

ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান, সকাল থেকে মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন ও কোস্টগার্ডসহ মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে যৌথ অভিযান চালানো হয়। এসময় সদর উপজেলার ইলিশা, ভোলার খাল, কাঠির মাথা ও নাছির মাঝি এলাকা থেকে ১৩ জেলেকে আটক করা হয়। পরে এদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়।

মাছের অভয়াশ্রম রক্ষায় মৎস্য বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/০১মার্চ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা