মনপুরায় পুকুর থেকে মায়াবী হরিণ উদ্ধার

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মার্চ ২০১৯, ২৩:৩৭| আপডেট : ১২ মার্চ ২০১৯, ২৩:৪৫
অ- অ+

ভোলার মনপুরা উপজেলায় বসত বাড়ির পুকুর থেকে একটি মায়াবী হরিণ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ভুঁইয়ারহাট এলাকার জনৈক ইয়াছিন মাস্টার বাড়ির পুকুর থেকে এ হরিণটি উদ্ধার করা হয়। পরে রাত ৯ টার দিকে হরিণটিকে মনপুরা উপজেলার জংলার খাল এলাকার কেওড়া বনে অবমুক্ত করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে হাজিরহাট ইউনিয়নের ভুঁইয়ারহাট এলাকার লোকালয়ে একটি হরিণ দেখতে পেয়ে এলাকার লোকজন সেটিকে ধাওয়া দেন। ভীথ হরিণটি দৌড়ে ইয়াছিন মাস্টারের বাড়ির পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা মনপুরা থানায় খবর দিলে পুলিশ এসে হরিণটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মনপুরা বন বিভাগের বিট অফিসার মো.শফিকুল ইসলাম ও প্রাণী কর্মকর্তা লোকমান হোসেনকে খবর দিয়ে হরিণটি তাদের কাছে হস্তার করা হয়।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান আলী জানান, হরিণটি কিছুটা অসুস্থ থাকায় সেটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাত ৯টার দিকে জংলার খাল এলাকার কেওড়া বনে অবমুক্ত করা হয়েছে।

ঢাকাটাইমস/১২মার্চ/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ – গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
নিবন্ধন স্থগিত হলেও ইসির তফসিলে থাকছে ‘নৌকা’, অন্তর্ভুক্ত হচ্ছে না ‘শাপলা’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা