ব্রেক্সিট: ব্রিটেনের সামনে অনেক ‘অপশন’

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৩ মার্চ ২০১৯, ০৯:১৯

লন্ডনের তিন বছরের সিদ্ধান্তহীনতার পর গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের সামনে বেশ কয়েকটি পথ খুলে দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা৷ সিদ্ধান্ত নেয়ার জন্য কয়েক সপ্তাহ সময় দিয়েছেন তারা৷

বৃহস্পতিবার বৈঠকের পর ইউরোপীয় কাউন্সিল জানিয়েছে, ব্রিটেনকে বেরিয়ে যাওয়ার সময় ২৯ মার্চ থেকে ২২ মে পর্যন্ত দেয়া হলো, যদি টেরিজা মে আগামী সপ্তাহে সংসদে চুক্তি বাতিলের পক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোট আদায় করতে পারেন৷ এর আগে দু’বার ব্যর্থ হয়েছেন তিনি৷ তাই আবারো যদি তিনি ব্যর্থ হন, তাহলে ১২ এপ্রিলের মধ্যে তাদের ঠিক করতে হবে যে তারা কী করতে যাচ্ছেন৷ খবর ডয়চে ভেলের।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানয়েল ম্যাকরোঁ বলেন, ‘ব্রিটিশ রাজনীতিকদের এখন একটি স্পষ্ট উত্তর তৈরি করতে হবে।’ আগামী ২৩ থেকে ২৬ মে ইউরোপীয়ান পার্লামেন্টের নির্বাচন৷ এর আগেই সিদ্ধান্ত নিতে হবে বলে জানান ম্যাকরোঁ।

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে গত তিন বছর ধরে জনগণকে বলে আসছিলেন যে, ২০১৯ সালের ২৯ মার্চের মধ্যে ইইউ ত্যাগ করবেন৷ তিনিও এই বিলম্বকে ইতিবাচকভাবে দেখছেন৷ মে বলেন, ‘আগামী সপ্তাহে ব্রেক্সিট চুক্তি পাস করা খুবই জরুরি হয়ে পড়েছে, যাতে আমরা বিনা বাধায় নিয়ম মেনে বেরিয়ে আসার পথে আর কোনো অনিশ্চয়তা না থাকে৷’

এদিকে, ইইউ প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্কও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন যে, অন্তত একটি পরিষ্কার ‘ডেডলাইন’ তৈরি করা গেছে৷ তিনি বলেন, ‘আমি খুবই সন্তুষ্ট যে, এখনো অনেকগুলো অপশন আছে।’

সব মিলিয়ে আগামী সপ্তাহে সুরাহা না হলে, ব্রিটেনকে ১২ এপ্রিলের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে যে, এই ব্লক থেকে হুট করে বেরিয়ে যেতে চায়, না কি সময় নিয়ে নিয়মতান্ত্রিক উপায়ে বেরুতে চায়৷ তারা চাইলে ইউরোপের নির্বাচনেও অংশ নিতে পারে৷

ঢাকা টাইমস/২৩মার্চ/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মমতার

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি 

ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ১৩ রাজ্যের ৮৮ আসনে ভোটগ্রহণ শুক্রবার

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করতে চায় আর্জেন্টিনা, কিন্তু কেন?

স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দায়িত্বপালন থেকে বিরত থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী 

ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র

ইসরায়েল-ইরান সংঘাত: সিরিয়া কি নতুন যুদ্ধক্ষেত্র হবে?

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে জ্যামাইকা

পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কা সফরে ইরানের প্রেসিডেন্ট

বিরল সফরে ইরানে উত্তর কোরিয়ার প্রতিনিধিদল

এই বিভাগের সব খবর

শিরোনাম :