ঠাকুরগাঁওয়ে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মার্চ ২০১৯, ১৭:১৪
অ- অ+

মাত্র চার শতক জমি নিয়ে বিরোধে মোহাম্মদ আলী নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে জাহেরুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

রবিবার ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত দায়রা জজ বিএম তারিকুল কবীর এ রায় দেন।

দণ্ডিত আসামি জাহেরুল ইসলাম ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মেদেনী সাগর গ্রামের বাসিন্দা।

এছাড়াও আসামি আলম, তাজউদ্দীন, আবু তাহের ডিকরা, মহসিনা বেগম, মুক্তা বেগম, সেলিনা বেগম, রেহেনা বেগম, জাহেরা বেগম ও মহসিনদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ‘মাত্র চার শতক জমি বিক্রি করা নিয়ে নিহত মোহাম্মদ আলীর পরিবারের সঙ্গে আসামি পক্ষের বিরোধ চলে আসছিল। শত্রুতার জের ধরে ২০০৩ সালের ২৬ অক্টোবর দুপুর ২টায় নিহত মোহাম্মদ আলী রোপা ধান ক্ষেতে পানি সেচ দিয়ে বাড়ি ফেরার পথে আবু তাহেরের বাড়ির কাছে পৌঁছলে দন্ডিত আসামি ও তার সহযোগীরা তাকে আটক করে বেধড়ক মারধর করে। আসামি জাহেরুল ইসলাম লোহার রড দিয়ে মোহাম্মদ আলীর মাথায় আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। তার চিৎকারে নিহতের অপর ভাই ভাবিসহ অন্যান্যরা এগিয়ে এলে আসামিরা তাদেরও মারধর করে। পরে আহতদের হাসপাতালে ভর্তি করা হলে মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।’

এ ঘটনায় মৃতের ভাই ১১ জনকে আসামি করে হরিপুর থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে।

(ঢাকাটাইমস/৩১মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ – গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
নিবন্ধন স্থগিত হলেও ইসির তফসিলে থাকছে ‘নৌকা’, অন্তর্ভুক্ত হচ্ছে না ‘শাপলা’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা