হালুয়াঘাটের এক কেন্দ্রে ছয় ঘণ্টায় দুই ভোট

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
 | প্রকাশিত : ৩১ মার্চ ২০১৯, ২০:০৯

ময়মনসিংহের হালুয়াঘাটে রবিবার কলেজ কেন্দ্রের মহিলাদের একটি বুথে ভোট শুরু থেকে ছয় ঘণ্টায় ভোট পড়েছিল মাত্র দুটি। তবে, বেলা বাড়ার পর ভোটার উপস্থিতি বেড়েছে। এ উপজেলায় একই সময়ে জৈনাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সাড়ে তিন ঘণ্টায় কোন বুথে ২০ ভোট, কোন বুথে ২৮ ভোট।

বিলডোরা নুরানীয়া হাফেজিয়া মাদ্রাসায় চার ঘণ্টায় এক বুথে ভোট পড়ে ৮ ভোট, বিলডোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সাড়ে চার ঘণ্টায় এক বুথে ভোট পড়ে আটটি। শাকুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে প্রায় পাঁচ ঘণ্টায় এক বুথে ভোট পড়ে আটটি। নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের মহিলা বুথে পাঁচ ঘণ্টায় ভোট পড়েছে ১২টি। হালুয়াঘাট স্বদেশী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পাঁচ ঘণ্টায় চার ভোট।

রবিবার এ উপজেলায় মোট ৯৩টি কেন্দ্রে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলার ধোবাউড়া, ফুলপুর, গৌরীপুর, মুক্তাগাছা, ঈশ্বরগঞ্জ, নান্দাইল ও ভালুকা উপজেলায় চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদে ভোটগ্রহণ চলছে। নির্বাচন হচ্ছে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে।

ময়মনসিংহ জেলা প্রশাসক ড.সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, ‘জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নির্বাচনি এলাকা ও বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করা হয়েছে। সাধারণ ভোটারগণ ভোট কেন্দ্রে প্রশাসনের সার্বিক নিরাপত্তার ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছেন।’

(ঢাকাটাইমস/৩১মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :