চিলিতে বাড়ির ওপর ভেঙে পড়ল বিমান, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ এপ্রিল ২০১৯, ১২:১৯
অ- অ+

চিলিতে বাড়ির ওপর ভেঙে পড়েছে একটি বিমান। এতে ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির রাজধানী সান্টিয়াগো থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণে লা পালোমা আয়েরোড্রোমে এই দুর্ঘটনা ঘটেছে।

চিলির সিভিল অ্যাভিয়েশন জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল এগারোটায় এ দুর্ঘটনা ঘটে। খবর এবিসি নিউজের।

পুয়ের্তো মন্টের মেয়র হ্যারি জারগেনসেন জানিয়েছেন, বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে৷ পাইলট ছাড়াও পাঁচ জন ছিলেন ওই বিমানে৷ তারা সকলেই প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে৷ এই বিমানের ভাঙা অংশের ধাক্কায় এক মহিলা আহত হয়েছেন৷ ভেঙে গিয়েছে পা৷ তবে অবস্থা আশঙ্কাজনক নয়৷ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

তবে কী কারণে বিমানটি ভেঙে পড়েছে তা জানা যায়নি। এছাড়া যে বাড়িতে বিমানটি ভেঙে পড়েছে সেই বাড়িতে কেউ ছিল কি না তাও জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

ঢাকা টাইমস/১৭এপ্রিল/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লঙ্কান ঘূর্ণিতে ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারাল বাংলাদেশ
ডিপ্লোমাধারীদের সিডিসি প্রদানের সিদ্ধান্ত বাতিলসহ ৫ দাবিতে মেরিনার্স কমিউনিটির মানববন্ধন
কুমিল্লার পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা