টেকনাফে সড়ক দুর্ঘটনায় রোহিঙ্গাসহ নিহত ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ এপ্রিল ২০১৯, ১৬:২০

কক্সবাজারের টেকনাফে মোটর সাইকেল ও ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক রোহিঙ্গাসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১১ জন।

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকার সৌরবিদুৎ প্যানেলের সামনে কক্সবাজার-টেকনাফ প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হোয়াইকংয়ের ঝিমংখালী এলাকার আবু শমার ছেলে গুরা মিয়া (৪৫) ও উখিয়া বালুখালী রোহিঙ্গা শিবিরের আবদুল হকের ছেলে মোহাম্মদ আয়াছ (২০)।

আহতদের কয়েকজন হলেন মোহাম্মদ সেলিম, মোহাম্মদ জোবাইর, জমির হোসেন, এনাম হোসেন, নাজিম উল্লাহ, মোহাম্মদ সুলতান ও মোহাম্মদ আমিন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে হ্নীলার আলীখালী-রঙ্গিখালী এলাকার সৌরবিদ্যুৎ প্যানেল সংলগ্ন কক্সবাজার-টেকনাফ সড়কে বালুখালীগামী যাত্রীবাহী ম্যাজিক গাড়ির সঙ্গে টেকনাফগামী মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীরা আহত হয়। এসময় স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে লেদা রোহিঙ্গা শিবিরের আইএমও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ওই দুজনকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) এসএম দোহা বলেন, সড়ক দুর্ঘটনায় এক রোহিঙ্গাসহ দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :