আফগান মন্ত্রণালয়ে হামলা, ৫ জঙ্গিসহ নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০১৯, ০৯:৩৪
অ- অ+

আফগানিস্তানের তথ্য মন্ত্রণালয়ে হামলার ঘটনার সমাপ্তি ঘটেছে। এতে হামলাকারী ৫ জঙ্গিসহ মোট ১২ জন নিহত হয়েছেন। ৫ জঙ্গি ছাড়াও নিহতদের মধ্যে চার বেসামরিক ও তিন পুলিশ সদস্য রয়েছেন। দেশটির তথ্য মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানিয়েছে, সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ শেষ হয়েছে এবং হামলায় অংশ নেয়া সব সন্ত্রাসী নিহত হয়েছে। খবর সিএনএনের।

দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, সব সন্ত্রাসী মারা গেছে এবং দুই হাজার বেসামরিক কর্মীকে মুক্ত করা হয়েছে। কয়েক জন সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর ইউনিফর্ম পরে হামলায় অংশ নেয়। স্থানীয় সময় শনিবার বেলা পৌনে বারোটার দিকে তথ্য মন্ত্রণালয় ভবনের বাইরে হঠাৎই বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এরপরই ওই বন্দুকধারীরা গুলিবর্ষণ শুরু করে।

কোনো কোনো সূত্র বলছে, অন্তত চারজন বন্দুকধারী হামলায় অংশ নেয়। মার্কিন সরকার ও তালেবানের মধ্যে আলোচনা ব্যর্থ হওয়ার একদিন পরেই এই বন্দুক হামলার ঘটনা ঘটল। তবে তালেবান এ হামলার দায় স্বীকার করেনি। তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে তালেবান কোনোভাবেই জড়িত নয়।

হামলার পর টিভিতে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, তথ্য মন্ত্রণালয়ের ১৮ তলা ওই ভবনের দুই-তিন তলার জানালা দিয়ে অনেকেই বের হয়ে আসার চেষ্টা করছেন।

ঢাকা টাইমস/২১এপ্রিল/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা