রাঙামাটিতে গৃহবধূ ধর্ষণে আটক ৩

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০১৯, ১৯:৩৮
অ- অ+

রাঙামাটির লংগদুতে গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণ করার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- আয়েশা খাতুন এবং শাশুড়ি রাহেলা খাতুন।

তবে প্রধান আসামি ওসমান কবিরাজ পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, উপজেলার ইয়ারিংছড়ি এলাকায় পারিবারিক বিবাদের জের ধরে গত দুই বছর আগে স্ত্রীকে ফেলে যায় তার স্বামী। জিন আসরের মাধ্যমে স্বামীকে ফিরে পাওয়ার প্রস্তাব পেয়ে ওই গৃহবধূ নুর ইসলামের বাসায় যায়। সেখানে স্বামীকে হাজিরের কথা বলে শরবত খাইয়ে অজ্ঞান করে ধর্ষণ করে কবিরাজ ওসমান।

পরে ভুক্তভোগী গৃহবধূকে ঘটনাটি কাউকে না বলার জন্য জন্য হুমকি দেয়। স্থানীয়দের সহায়তায় ভিকটিমের বাবা লংগদু থানায় মামলা করেন। এ মামলায় কবিরাজকে সহযোগিতার করার অপরাধে একই পরিবারের তিনজনকে গ্রেপ্তার করা হয়।

আসামিদের রবিবার প্রধান বিচারিক হাকিম এমএন মোরশেদ আলমের আদালতে আনা হয়।

রাঙামাটি কোট পুলিশ পরিদর্শক ইসরাফিল মজুমদার বলেন, ‘আদালত আসামিদের জেলহাজতে প্রেরণ করেছে।’

(ঢাকাটাইমস/২১এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গুনিয়ার পলাতক আওয়ামী লীগ নেতা আইয়ুব গ্রেপ্তার
স্বাস্থ্যখাত এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে: ডা. রফিকুল ইসলাম
চরমোনাই পীরকে নিয়ে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে হুমকি!
৮৫ দিন পর সীমান্তে নিহত যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা