রাণীনগরে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

রাণীনগর (নওগাঁ) প্রতিবেদক
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০১৯, ১৫:০১
অ- অ+

নওগাঁর রাণীনগরে বাবলু সরকার (৫৫) নামে এক ব্যক্তি জাম গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার বিকালে উপজেলার জলকৈ গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোমবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

বাবলু সরকার উপজেলার একডালা ইউনিয়নের জলকৈ পশ্চিমপাড়া গ্রামের মৃত ভবেন্দ্রনাথ সরকারের ছেলে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সেটা এখনও জানা যায়নি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রবিবার বিকালে বাবলু তার বাড়ির পাশে মাঠের মধ্যে একটি জাম গাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। স্থানীয়রা সেটি দেখে তার বাড়ির লোকদের খবর দেয়। পরে বাড়ির লোকজন থানায় জানালে সোমবার সকালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, ‘মরদেহ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’

ঢাকাটাইমস/২২এপ্রিল/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পরিবেশবান্ধব বিদ্যুৎসংযোগ নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ইডটকো বাংলাদেশ ও টাইগার নিউ এনার্জি
টাঙ্গাইলে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
এয়ারপোর্টে অশ্রুসিক্ত নোরা ফাতেহি, প্রিয়জন হারিয়ে ভেঙে পড়লেন অভিনেত্রী?
আমরা আশাবাদী, নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে এগোবে: মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা