গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২

গাজীপুর প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ এপ্রিল ২০১৯, ১১:২১
অ- অ+
ফাইল ছবি

গাজীপুর ধীরাশ্রম রেলস্টেশনের পাশে আলাদা দুটি স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ, যারা ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার মধ্যরাত ও বুধবার সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি।

জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই সুব্রত দাস জানান, গতকাল মধ্যরাতে ধীরাশ্রম রেলস্টেশন আউটার সিগনালের বাহির থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তার নামপরিচয় জানা না গেলেও বয়স ৪৫ হবে বলে অনুমান করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া সকালে ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের আউটার সিগনালের ভেতর থেকে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তারও নামপরিচয় জানা যায়নি। তবে বয়স আনুমানিক ৩৬ হবে। দুজনই ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ঢাকাটাইমস/২৪এপ্রিল/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতিসংঘ মহাসচিবকে এনে রোহিঙ্গা ফেরত পাঠানোর মিথ্যা গল্প বলা হয়েছে: রাশেদ খাঁন
মির্জাপুরে নদীতে বাঁধ দিয়ে রাত-দিন চলছে মাটি লুট
সবজি-মাছ-মুরগির দাম বাড়তি
শ্রীপুরে ধানের আঁটি নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে আহত ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা